ট্রেনটা বন্দে ভারত এক্সপ্রেসের স্লিপার ভার্সন নয়, ট্রেনটা ভারতে তৈরি নয়- কিছুক্ষণের জন্য মাথায় সেই দুটি বিষয় নিয়ে বন্দে ভারত এক্সপ্রেসের স্লিপার ভার্সনের অন্দরের ভিডিয়োটা দেখুন। নিশ্চিতভাবে আপনার মনে হবে যে এটা প্রথম বিশ্বের কোনও দেশের ট্রেনের ভিতরটা দেখছেন। মনে হবে যে ‘এই ট্রেনে কবে আমি চড়তে পারব?’ আর ঠিক তখনই বাস্তবে ফিরে এসে ভেবে ফেলুন যে এই ট্রেনটা তো বন্দে ভারত এক্সপ্রেসের স্লিপার ভার্সন, এটা তো ভারতেই তৈরি আর এটা ট্রেনটা তো কয়েকদিনই পরে ছুটতে শুরু করবে। ভারতীয় রেল সূত্রে খবর, ২০২৪ সাল থেকেই বন্দে ভারত এক্সপ্রেসের স্লিপার ভার্সনের পরিষেবা শুরু হবে। অর্থাৎ তখন থেকে দূরপাল্লার রুটেও চল♚বে বন্দে ভারত এক্সপ্রেস।
কেমন দেখতে হয়েছে বন্দে ভারত এক্সপ্রেসের স্লিপার ভার্সনের অন্দরমহল?
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিয়োয় (সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) দেখা গিয়েছে যে বন্দে ভারত এক্সপ্রেসের স্লিপার ভার্সনের কাঠামোটা আর পাঁচটা দূরপাল্লার ট্রেনের এসি টু'টিয়ার কোচের মতোই। কিন্তু আর 𓄧কোনও মিল নেই। যেখানে পিঠে ঠেকিয়ে রাখেন যাত্রীরা, সেটাকে প্লাইউডের মতো দেখতে লাগছে। আর যে দুটি গদি আছে, সেই দুটির রঙও পালটানো হয়েছে। একটি ক্রিম রঙের গদি। অন্য গদিটি বাদামি ঘেঁষা রঙের।
আলো হোক বা বার্থে ওঠার সিঁড়ি হোক - সবকিছুর মধ্যেই একটা স্টাইলিশ ব্য🦩াপার আছে। পুরোটা দেখে অত্যন্ত স্টাইলিশ মনে হবে। রাজধানী এক্সপ্রেস বা অন্যান্য ট্রেনে যেরকম কোচ দেখে আসছেন, সেটার থেকে অনেক বেশি আকর্ষণীয়ভাবে তৈরি করা হয়েছে বন্দে ভারত এক্সপ্রেসের স্লিপার ভার্সনের কোচ। যে কোচে ঢুকলেই মনটা জুড়িয়ে যাবে। শান্তি পাবে চোখটা। যদিও ভারতীয় রেলের তরফে সরকারিভাবে সেই ভিডিয়ো নিয়ে কোনও মন্তব্য করা হয়নি। আর সরকারিভাবে বন্দে ভারত এক্সপ্রেসের স্লিপার ভার্সনের কোচের কোনও ভিডিয়ো প্রকাশ করেনি রেল।
তবে বন্দে ভারত এক্সপ্রেসের স্লিপার ভার্সনের কয়েকটি ছবি দেখিয়েছেন রেলমন্𒀰ত্রী অশ্বিনী বৈষ্ণব। শিল্পীর চোখে কেমন লাগবে বন্দে ভারত এক্সপ্রেসের স্লিপার ভার্সনের অন্দরমহল, সেই ছবি দেখিয়েছেন। রেল সূত্রে খবর, সবকিছু ঠিকঠাক থাকলে খুব দ্রুত সেই বন্দে ভারত এক্সপ্রেসের স🅺্লিপার ভার্সনের পরিষেবা শুরু হয়ে যেতে পারে।