পুরীর সাবেক রাজা বার বার ইসকনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন। আর সেই পরিস্থিতিতে এবার হাউস্টনে প্রস্তাবিত রথযাত্রা বাতিল করার সিদ্ধান্ত জানাল ইসকন। ইসকনের সূত্র জানিয়েছে, ৯ নভেম্বর বস্টনে রথযাত্রা ছিল ইসকনের। সেটা বাতিল করা হয়েছে। কারণ ইসকন ওড়িয়া ভাবাবেগে আঘাত হানতে চায় না। তবে ইস্কন গৌর নিতাই সংকীর্তন যাত্রার আয়োজন করবে। মঙ্গলবার পুরীর সাবেক রাজা গজপতি দিব্যসিংহ দেব হাউস্টনে ৯ নভেম্বরের রথযাত্রা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন। তিনি বলেন নভেম্বর মাসে রথযাত্রা এটা জগন্নাথ সংস্কৃতির বিরোধী। তিনি বলেন, অনেক হয়েছে। এবার আর ছাড়ব না। ওড়িয়া মানুষ খুব ধৈর্যশীল। যদি এটা অন্য ধর্মের ক্ষেত্রে হত তবে বিরাট ব্যাপার হয়ে যেত। আমরা ইসকনকে বলব এই কর্মসূচি বাতিল করুন। আমরা বলব জগন্নাথ সংস্কৃতিকে সম্মান করুন। তিনি বলেন, সেই ১৯৬৭ সাল থেকে ইসকন জগন্নাথদেবের কার ফেসটিভালের আয়োজন করছে। তবে আমাদের অনুরোধে ২০২১ সাল থেকে ওরা অসময়ে রথযাত্রা বাতিল করেছে ভারতে। কিন্তু দেশের বাইরে ওরা এসব করে। কিন্তু প্রথা বলছে স্নানযাত্রা আর রথযাত্রা ছাড়া বিগ্রহকে বের করা হয় না মন্দির থেকে।