এবার গাজার শরণার্থী শিবিরে বোমꩲা বর্ষণ করল ইজরায়েল। মঙ্গলবার একের পর এক বিস্ফোরণ ত্রাণ শিবিরে। আর ইজরায়েলের দাবি এই হামলায় এক হামাস কমান্ডার মারা গিয়েছেন। তিনি গত ৭ অক্টোবরের ইজরায়েলে হাꦯমলার সঙ্গে যুক্ত ছিলেন।
ইজরায়েলি মিলিটারি জানিয়েছে, গাজাতে ৯জন ইজরায়েলি সেনা মারা গিয়েছেন। সব মিলিয়ে ৩২৬জন ইজরায়েলি 🦩সেনার মৃত্যু হল।
গাজাতে সমস্ত নেট পরিষেবা বন্ধ করা হয়েছে। প্যালেস্তাইনের টেলিকমিউ🌌নিকেশন কোম্পানি এমনটাই জানিয়েছে। এক্স প্লাটফর্মে তা✱রা এনিয়ে লিখেছে।
৭ অক্টোবর হামাস জঙ্গিরা ইজরায়েলে হানা দিয়েছিল। তবে এবার ইজিপ্ট রাফাহ 🍃ক্রশিং খুলে দিয়েছে। বিদেশীরা এবার গাজা ছেড়ে অন্য়ত্র চলে যাচ্ছেন।
এদিকে আন্তর্জাতিক মহল থেকে বার 🐎বার বলা হচ্ছে এবার যুদ্ধ থামান। ✅হিংসা বন্ধ করুন। তার মধ্য়েই ভয়াবহ বিস্ফোরণ।
এদিকে গাজাতে কার্যত মৃত্যু মিছিল। কিন🐎্তু তারপরেও যুদ্ধবিরতির দিতে যেতে চাইছেন না ইজরায়েলের প্রধানমন্ত্রী। কারণ তাঁর মতে, যুদ্ধবিরতি মানে তো হামাসের কাছে আত্মসমর্পণ করা, জঙ্গꦕিদের কাছে সারেন্ডার করা, বর্বরতার কাছে সারেন্ডার করা।
এদিকে রাষ্ট্রস🧔ংঘ জানিয়েছে প্রচুর শিশু মারা যাচ্🌳ছে। এটা অত্যন্ত উদ্বেগের।
স♉িএনএন রিপোর্ট বলছে, আইডিএফ জানিয়েছে জঙ্গিদের বিরুদ্ধে বড়সর আঘাত হানার কাজ চলছে। ইজরায়েলের দাবি, হামাস মাটির তলায় যে 𓆉পরিকাঠামোকে কাজে লাগাচ্ছে তার বিরুদ্ধে এবার বড় আঘাত হানা সম্ভব হয়েছে। ইজরায়েলের সেনা প্রায় ৫০জন জঙ্গিতে নিকেশ করেছে। এমনকী জঙ্গিদের প্রবেশের সুরঙ্গ বন্ধ করা সম্ভব হয়েছে। প্রচুর অস্ত্র মিলেছে। প্যালেস্তাইনের রিপোর্টকে উল্লেখ করে টাইমস অফ ইজরায়েল জানিয়েছে, কমপক্ষে ৫০জনের মৃত্যু হয়েছে।