ইজরায়েলে হামাসের হামলাই এখন বড় হাতিয়ার হয়ে উঠেছে বিজেপির জন্য। কংগ্রেসকে এই নিয়ে তোপ দাগছে গেরুয়া শিবির। এই আবহে গত পরশু নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যন্ডেল থেকে একটি ভিডিয়ো পোস্ট করে মুম্বইয়ের ২৬/১১ হামলার স্মৃতি উস্কে দিল বিজেপি। শুধু তাই নয়, ইজরায়েলের যুদ্ধ ঘোষণা নিয়ে কংগ্রেসকে 'খোঁচা' মারতেও ছাড়েনি বিজেপি। এদিকে গতকাল কংগ্রেস নিজেদের ওয়ার্কিং কমিটির বৈঠকে প্যালেস্তাইনের পক্ষে রেজোলিউশন পাশ করিয়েছে। এই নিয়েও তোপ দেগেছে বিজেপি। (আরও পড়ুন: ভিডিয়ো কলে স্বামীর সঙ্গে কথ🅠া বলছিলেন, আচমকা হামলা হামাসের, ইজরায়েলে জখম ভারতীয় মহিলা)
ইজরায়েল যুদ্ধের সঙ্গে মুম্বই হামলার তুলনা টেনে বিজেপির বক্তব্য, 'জঘন্য এক জঙ্গি হামলার মুখে পড়েছে ইজরায়েল। মুম্বইতেও এমনট⛦াই হয়েছিল ২০০৮ সালের ২৬ নভেম্বর। আজকে হামলার মুখে ইজরায়েল যুদ্ধ ঘোষণা করেছে। তাদের সেনা বাহিনী পালটা আক্রমণ চালিয়েছে। কিন্তু ২০০৮ সালে দুর্বল কংগ্রেসের নেতৃত্বে ভারত কী করেছিল? কিছু না। সরকার তখন একটা ফাইল পাঠিয়েছিল। অনেক কংগ্রেস𒁏 নেতা তো তখন এই হামলার দায় হিন্দু সংগঠনের ঘাড়ে চাপিয়ে পাকিস্তানকে রক্ষা করতে চাইছিল। কখনও ক্ষমা করা যায় না, এই সব কথা কখনও ভোলা যায় না।'
এদিকে গতকালই কংগ্রেসের ওয়ার্কিং কমিটিতে প্যালেস্তাইন নিয়ে একটি প্রস্তাবনা পাশ হয়। 'জমির ওপর প্যালেস্তিনিয় জনগণের অধিকার, স্ব-শাসন এবং সম্মানের সাথে বসবাসের অধিকারের' পক্ষে সওয়াল করেছে কংগ্রেস। আর এরপরই বিজেপির তরফে পালটা তোপ দাগা হয়েছে। গেরুয়া শিবিরের অভিযোগ, 'সংখ্যালঘু তোষণের রাজনীতি' করছে কংগ্রেস। প্রসঙ্গত, ঐতিহাসিক ভাবে ভারত চিরকালই প্যালেস্তাইনের দাবির পক্ষে থেকেছে। তবে বিগত কয়েক বছরে ইজরায়েলের সঙ্গে আমাদের সম্পর্কের উন্নতি ঘটেছে। এই আবহে ইজরায়েলে হামাসের হামলা নিয়ে তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মদী। হামাসকে 'সন্ত্রাসবাদী সংগঠন' আখ্যা দিয়ে ইজরায়েলের পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি। আর এরই মাঝে ইজরায়েলের ♊এই যুদ্ধ নিয়ে রাজনীতি শুরু হয়ে গেল ভারতে।
এই আবহে কংগ্রেসের ওয়ার্কিং কমিটিতে প্যালেস্তাইন নিয়ে একটি প্রস্তাবনা পাশ হয়। 'জমির ওপর প্যালেস্তিনিয় জনগণের অধিকার, স্ব-শাসন এবং সম্মানের সাথে বসবাসের অধিকারের' পক্ষে সওয়াল করেছে কংগ্রেস। শুরু থেকে ভারত যেহেতু প্যালেস্তাইনের দাবির পক্ষে থেকে📖ছে, তাই কংগ্রেসের এই প্রস্তাবনায় অবাক হওয়ার কিছু নেই। কারণ তাদের শাসনকালেই প্যালেস্তাইন নিয়ে এই নীতি গ্রহণ করা হয়েছিল। তবে কংগ্রেসের এই প্রস্তাবনা নিয়ে তোপ দেগেছে বিজেপি। গেরুয়া শিবিরের অভিযোগ, 'সংখ্যালঘু তোষণের রাজনীতি' করছে কংগ্রেস। দক্ষিণ বেঙ্গালুরুর সাংসদ তেজস্বী সূর্য সোশ্যাল মিডিয়া পোস্টে কংগ্রেসকে তোপ দেগে লেখেন, 'ইজরায়েল যুদ্ধের বিষয়ে কংগ্রেসের ওয়ার্কিং কমিটি যে রেজোলিউশন পাশ করেছে, তা থেকে স্পষ্ট ভারতীয় পররাষ্ট্র নীতি কংগ্রেসের সংখ্যালঘু ভোটব্যাঙ্কের রাজনীতির কাছে বন্দি। মোদী আসার আগে দেশের এই হাল ছিল। আর এটাই তার উদাহরণ।'