আইটি সংস্থা ইনফোসিসের প্রেসিডেন্ট রবিকুমার এস সংস্থা থেকে পদত্যাগ করেছেন বলে খবর। সংস্থার দ্বিতীয় কোয়ার্টারের আয়ের ঘোষণার ঠিক আগে এই ইস্তফা ঘিরে বহু প্রশ্ন দানা বাঁধছে। কেন এই ইস্তফা তা নিয়ে রয়েছে জল্পনা। তবে সংস্থার তরফে সেভাবে কোনও ♏কারণ ব্যাখ্যা আপাতত করা 🅺হয়নি। রবিকুমার এস সূত্রে কোনও কারণ জানা যায়নি।
সামনেই যেখানে সংস্থার আর্থিক দিক থেকে এত বড় ঘোষণা আসতে চলেছে সেই জায়গা থেকে ইনফোসিসের মতো সংস্থায় এইভাবে প্রেসিডেন্টের পদ ছাড়ার ঘটনা নিঃসন্দেহে ভারতের🧸 বাণিজ্যিক মহলের কাছে বড় ঘটনা। ইনফোসিস জানিয়েছে, ‘বোর্ড অফ ডিরেক্টররা রবিকুমার এসের সংস্থআর প্রতি সেবা নিয়ে ভূয়সী প্রশংসা করেছে। সংস্থায় তাঁর অবদান নিয়ে ভূয়সী প্রশংসা করা হয়।’
তবে কেন এই পদাধিক൲ারী এক ব্যক্তি নিজের পদ থেকে সরলেন তা নিয়ে স্পষ্ট কোনও কথা বলতে পারেনি ইনফসিস। উল্লেখ্য, 'ইনফোসিস গ্লোবাল সার্ভিস' কে শিল্পজগতের প্রতিটি কোনায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে বড়সড় ভূমিকা রয়েছে রবিকুমার এস-এর। 🔯প্রসেস ভার্টিক্যালস, প্রযুক্তি, ইঞ্জিনিয়ারিং পরিকাঠামো সহ বিভিন্ন ক্ষেত্রে সংস্থাকে শিখরে নিয়ে গিয়েছিলেন তিনি। তাঁর এমন সংস্থা থেকে সরে যাওয়া নিয়ে প্রশ্ন উঠছে।
৮৫১ কোটি টাকা ব্যায়ে তৈরি মহাকাল লো꧅কের সাড়ম্বরে উদ্বোধন মোদীর, চলল পুজোপাঠ