রেজাউল লস্কর
লাদাখের হটস্প্রিং এলাকায় পয়েন্ট ১৫ থেকে নেয়া প্রত্যাহারের প্রক্রিয়া সম্পন্ন করেছে ভারত এবং চিন। এই আবহে ভারত-চিন সীমান্ত বিবাদ মেটার বিষয়ে আশার আলো দেখছেন অনেকেই। তবে এই বিষয়ে এস জয়শংকরের গলায় সেই ‘উৎসাহ’ পাওয়া গেল না। সেনা প্রত্যাহার প্রসঙ্গে খুব ঠান্ডা ভাবেই ভারতীয় বিদেশমন্ত্রী জয়য়সংকর বলেন, ‘সীমান্তের একটা সমস্যা কম হল আর কী...’ (আরও পড়ুন: দিল্লির সুর সপ্তমে, ‘নীরব’♈ ওয়াশিংটন! পাকিস্তানকে স🌳াহায্য ইস্যুতে কাটল তাল)
উজবেকিস্তানে অনুষ্ঠিত হতে চলেছে সাংহাই কো-অপারেশন অর্গনাইজেশনের শীর্ষ সম্মেলন। সেই সম্মেলনে একই সময় উপস্থিত থাকনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদ💃ী এবং চিনা প্রেসিডেন্ট শি জিনপিং। সম্মেলন চলাকালীন অন্তত দুটি সেশনে একই ঘরে উপস্থিত থাকবেন দুই প্রতিবেশী দেশের🍒 রাষ্ট্রপ্রধানরা। তবে দুই নেতার মুখোমুখি বৈঠকের সম্ভাবনা ঘিরে ধোঁয়াশা রয়েছে। এই আবহে ফরাসি বিদেশমন্ত্রী ক্যাথরিন কোলোনার সঙ্গে বৈঠকের পর যৌথ বিবৃতির সময় জয়শংকর প্রকৃত নিয়ন্ত্রণরেখায় ভারত-চিন বিবাদ প্রসঙ্গে মন্তব্য করেন।