জম্মু ও কাশ্মীরের নির্বাচনী ফলাফল প্রকাশ হল আজ। বুথ ফেরত সমীক্ষাকে সত্যি প্রমাণিত করে সেখানে ন্যাশনাল কনফারেন্স এবং কংগ্রেসের জোট জয়ের পথে। এই আবহে কে হবেন জম্মু ও কাশ্মীরের আগামী মুখ্যমন্ত্রী? চূড়ান্ত ফল বেরোনোর আগেই এই নিয়ে ঘোষণা করে দিলেন ন্যাশনাল কনফারেন্সের প্রধান ফারুক আবদুল্লা। তিনি জানিয়ে দেন, জম্মু ও কাশ্মীরের পরবর্তী মুখ্যমন্ত্রী হবেন তাঁর ছেলে ওমর আবদুল্লা। এর আগেও এই পদে থেকে দায়িত্ব সামলেছেন ওমর। ওমর আবদুল্লা এবার দু'টি আসন থেকে লড়ছেন এবারে। গন্দেরবল আসন থেকে জিতেছেন ওমর। এছাড়া বুদগাম কেন্দ্রেও জয়ী হয়েছেন ন্যাশনাল কনফারেন্সের ‘সেকেন্ড ইন কমান্ড’। (আরও পড়ুন: অলিম্পিক𒊎ের ব্যর্থতা পিছনে ফেলে রাজনৈতিক আখড়ায় দুর্দান্ত ফল ভিনেশের, জয় কত ভোটে?)
আরও পড়ুন: টাকার অভাব বলেও চল🅠তি বছরে ৪ বিধানসভা ভোটে ৫৮৫ কোটি খরচ কংগ্রেসের!
অপরদিকে জম্মু ও কাশ্মীরের বিজেপি রাজ্য সভাপতি রবিন্দর রায়না এগিয়ে থেকেও হেরে যান নৌশেরা আসন থেকে। ন্যাশনাল কনফারেন্সের সুরিন্দর কুমার চৌধুরীর কাছে নি ৭৮১৯ ভোটে হারেন। এদিকে জম্মু ও কাশ্মীরের সিপিএম নেতা মহম্মদ ইউসুফ তরিগামি লড়ছেন কুলগাম আসন থেকে। সেখানে জয়ী হয়েছেন বাম প্রার্থী। ১৯৯৬, ২০০২, ২০০৮ এবং ২০১৪ সালের বিধানসভা নির্বাচনে টানা কুলগাম আসন থেকে জিতে এসেছেন তারিগামি। (আরও পড়ুন: হরিয়ꩲানার ভোটে 'বাজিগর' বিজেপি, নেপথ্যে ধর্মেন্দ্র এবং এক বাঙালি)
আরও পড়ুন: জম্মু ও কাশ্মী🧔রে মুখ থুবড়ে পড়ল BJP, উপত্যকায় কোন কাঁটায় বিদ্ধ পদ্ম?
শেষ পাওয়া খবর অনুযায়ী, জম্মু ও কাশ্মীরে কংগ্রেস এবং ন্যাশনাল কনফারেন্সের জোট ৪৭টি আসনে এগিয়ে আছে। এর মধ্যে ৪১টি আসনে এগিয়ে ন্যাশনাল কনফারেন্স, কংগ্রেস এগিয়ে ৬টিতে। আর পিডিপি এগিয়ে মাত্র ৪টিআসনে। আর বিজেপি এগিয়ে ২৯টি আসনে। ৯০ আসন বিশিষ্ট জম্মু-কাশ্মীর বিধানসভার ভোটগণনায় যদি এই ধারা বজায় থাকে, তাহলে এখানে সরকার গড়বে 'ইন্ডিয়া' জোট। এদিকে এই সবের মাঝেই জম্মু ও কাশ্মীরের ডোড্ডা আসনে বিজেপির সঙ্গে কড়া লড়াই দিয়ে জয়ী হয়েছে আম আদমি পার্টি। (আরও পড়ুন: ১৩০০০ ইন্টা♎র্নশিপের অফার TCS, L&T ꦜসহ ৫০ কর্পোরেট সংস্থার, ঘনিয়ে আসছে আবেদনের দিন)
আরও পড়ুন: মলদ্বীপকে ৬৩꧅০০ কোটির সাহায্য ভারতের, মোদী সরকারের প্রতি কৃতজ্ঞতায় গদগদ মুইজ্জু
এবার🔴ের ভোটে ন্যাশনাল কনফারেন্স এবং কংগ্রেস জোটের ঝড়ে মেহবুবা মুফতির পিডিপি প্রায় ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে। ৯০ সদস্য বিশিষ্ট জম্মু-কাশ্মীর বিধানসভায় এখনকার প্রবণতা অনুযায়ী ফারুক ও ওমর আবদুল্লার দল প্রায় একাই সংখ্যাগরিষ্ঠতার সংখ্যার কাছাকাছি চলে গিয়েছে। এই আবহে ভোট গণনা শেষের আগেই নিজের আসনে হার মেনে নিয়েছিলেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পিডিপি নেত্রী মেহবুবা মুফতির কন্যা ইলতিজা। তিনি বিজবেহরা আসন থেকে লড়েছিলেন এবারে।
এদিকে সরকার গঠনের জন্য পিডিপির সমর্থন চাওয়া হবে বলে আগেই জানিয়েছিলেন ফারুক। রবিবার ভোটের ফল প্রকাশের আগেরদিনই তি⛎নিবেছিলেন, প্রয়োজন না পড়লেও পিডিপির সমর্থন নেবে কংগ্রেস-এনসি জোট। এই নিয়ে ন্যাশনাল কনফারেন্স প্রধান বলেন, 'যদি আমাদের প্রয়োজন না-ও হয়, তবুও আমরা আমরা সমর্থন নেব। কারণ আমরা এক সঙ্গে চলতে চাই। এক সঙ্গে কিছু করতে চাই। এই রাজ্যকে বাঁচাতে আমাদের এক সঙ্গে চেষ্টা করতে হবে।'