জম্মুতে পাক হামলা? একাধিক সংবামাদ্যমের রিপোর্ট অনুযায়ী, ♈জম্মুর বিভিন্ন এলাকায় পাক🌸 সেনা গোলাবর্ষণ করেছে। বৃহস্পতি সন্ধে নাগাদ এই আক্রমণ করা হয়। ড্রোনের মাধ্যমে হামলা চালানো হয়েছে। তবে এই আক্রমণের প্রত্যাঘাতও ভারতীয় সেনা শুরু করেছে, বলে খবর।
একাধিক বিস্ফোরণের শব্দ
বৃহস্পতিবার সন্ধ্যায় জম্মুতে একাধিক বিস্ফোরণে𝔉র শব্দ শোনা গিয়েছে। যার ফলে বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পাকিস্তান এবং পাক-অধিকৃত কাশ্মীরের মধ্যে নয়টি সন্ত্রাসী শিবিরে বুধবার ভারত প্রত্যাঘাত করে। তার একদিন পরেই এই বিস্ফোরণ ঘটল। বিস্ফোরণের কারণ এখনও স্পষ্ট নয়। বিস্ফোর﷽ণের পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে, যার আগে বিমান হামলার সাইরেন শোনা যায় এবং বিদ্যুৎ বিভ্রাট ঘটে।
কী বললেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন ডিজিপি?
জম্মু ও কাশ্মীরের প্রা💦ক্তন ডিজিপি শেষ পল বৈদ এক্স-এ পোস্ট করেছেন ‘জম্মুতে সম্পূর্ণ ব্ল্যাকআউট। ভীষণ জোরে বিস্♛ফোরণ হয়েছে। বোমাবর্ষণ, গোলাবর্ষণ অথবা ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কা করা হচ্ছে। তবে আতঙ্কিত হবেন না—মাতা বৈষ্ণো দেবী আমাদের সঙ্গে আছেন, এবং বীর ভারতীয় সশস্ত্র বাহিনীও আমাদের সঙ্গে আছেন।’
জম্মুর আকাশে ক্ষেপণাস্ত্র
বিস্ফোরণের শব্দ শোনার পরপরই দোকানদারদের তাদের বাড়িতে ছুটে যেতে দেখা গেছে। রয়টার্সের মতে, বিস্ফোরণের আগে কিছু বাসিন্দা আকাশে লাল ঝলকানি এবং যুদ্ধাস্ত্রও দেখতে পেয়েছিলেন। জম্মুতে বিদ্যুৎ বিভ্রাജটের ছবি এবং ভিডিও শেয়ার করে একজন এক্স ব্যবহারকারী লিখেছেন, ‘এই মুহূর্তে জম্মুতে আমাদের বাড🌄়ির উপর দিয়ে ক্ষেপণাস্ত্র উড়ছে। এটা কোনও গুজব নয়, আমি নিজেই এটি প্রত্যক্ষ করছি এবং রেকর্ড করছি। হুমকিটি বাস্তব। বেসামরিক মানুষের জীবন ঝুঁকির মধ্যে রয়েছে।’
সংবাদসংস্থার ভিডিয়ো
সোশাল মিডিয়ায় ভাইরাল ভিডিয়ো
অপারেশন সিঁদুর
জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে ২৬ জন পর্যটককে হত্যা করেন জঙ্গিরা। এর দুই সপ্তাহ পর বুধবার রাতে ভারত ‘অপারেশন সিঁদুর’ -💧এর আওতায় পাকিস্তান এবং পাক-অধিকৃত কাশ্মীরে নয়টি জঙ্গি ঘাঁটিতে হামলা চালায়। এই ঘাঁটিগুলি নির্বাচন করা হয়েছিল কঠোর গোয়েন্দা তথ্যের ✤ভিত্তিতে। ভারতের বিরুদ্ধে সন্ত্রাসবাদী কার্যকলাপ পরিচালনা করা হত সেখান থেকে।
অপারেশন সিঁদুরের পর থেকেই একের প๊র এক অশান্ত পরিস্থিতি তৈরি হতে শুরু করে ভারত পাক সীমান্তে। নয়টি জঙ্গি ঘাঁটি ধ্বংস করার ৪৮ ঘণ্টা কাটতে না কাটতেই পাকিস্তানের তরফে জম্মুতে হামলা করা হল বলে দাবি একাধিক রিপোর্টে।