অবহেলার একটি মর্মান্তিক নিদর্শন𒀰। ঝাড়খণ্ডের গিরিডির এক সরকারি হাসপাতালে ইঁদুরে নবজাতকের হাঁটু এবং অঙ্গ-প্রত্যঙ্গকে ক্ষতবিক্ষত করেছে বলে অভিযোগ। ঘটনার পরে দ🍒ুই আউটসোর্স কর্মীকে বরখাস্ত করা হয়েছে।
গত ২ মে গিরিডি সদর হ༺াসপাতালের ঘটনা। নবজাতক শিশুকন্যাকে গুরুতর অবস্থায় ধানবাদের শহীদ নির্মল মাহতো মেডিকেল কলেজ হাসপাতালে(SNM♔MCH) নিয়ে যাওয়া হয়। শিশুটির অবস্থা এখন স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা।
শিশুটির মা মমতা দেবী বলেন, হাসপাতালের মা ও শিশু স্বাস্থ্য (MCH) ওয়ার্ডে তাঁর নবজᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚাতককে দেখতে গিয়ে তিনি শিউরে ওঠেন। দেখেন দুধের শিশুর হাঁটুতে ইঁদুরের কামড়ে গভীর ক্ষত তৈরি হয়েছে।
শিশুটি গত ২💯৯ এপ্রিল জন্মগ্রহণ করেছিল। জন্মের পর শ্বাসকষ্টে ভুগছিল। তাই তাকে এমসিএইচ-এ ভর্তি✅ করা হয়েছিল। কিন্তু চিকিত্সার জন্য গিয়ে উল্টে আরও আশঙ্কাজনক পরিস্থিতি তৈরি হয়।
শিশুর মা বলেন, কর্তব্যরত নার্স তাঁকে জানান, তাঁর শিশু জন্ডিসে আক্রান্ত। তাই তাকে আরও ভালো হাসপাতালে ভ🍌র্তি করার পরামর্শ দেন তিনি।
জেলা ꦯপ্রশাসন ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে। কর্তব্যরত চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।
'শিশুর হাঁটুতে 🃏গভীর ক্ষত পাওয়া গিয়েছে। আঘাত গভীর। তাই একজন শল্যবিদকে বিষয়টি নিরীক্ষণের দায়িত্ব হয়েছে,' জানালেন SNMMCH-এর পেডিয়াট্রিক্স বিভাগের প্রধান অবিনাশ কুমার।