অবহেলার একটি মর্মান্তিক নিদর্শন। ঝাড়খণ্ডের গিরিডির এক সরকারি হাসপাতালে ইঁদুরে নবজাতকের হাঁটু এবং অঙ্গ-প্রত্যঙ্গকে ক্ষতবিক্ষত করেছে বলে⛎ অভিযোগ। ঘটনার পরে দুই আউটসোর্স কর্মীকে বরখাস্ত করা হয়েছে।
গত ২ মে গিরিডি সদর হাসপাতালের ঘটনা। নবজাতক শিশুকন্যাকে গুরুতর অবস্থায় ধানবাদের শহীদ নি♌র্মল মাহতো মেডিকেল কলেজ হাসপাতালে(SNMMCH) নিয়ে যাওয়া হয়।🌸 শিশুটির অবস্থা এখন স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা।
শিশুটির মা মমতা দেবী বলেন, হাসপাতালের মা ও শিশু স্বাস্থ্য (MC🍬H) ওয়ার্ডে🔯 তাঁর নবজাতককে দেখতে গিয়ে তিনি শিউরে ওঠেন। দেখেন দুধের শিশুর হাঁটুতে ইঁদুরের কামড়ে গভীর ক্ষত তৈরি হয়েছে।
শিশুটি গত ২৯ এপ্রিল জন্মগ্রহণ করেছিল। জন্মের পর শ্বাসকষ্টে ভুগছিল। তাই তাকে এমসিএইচ-এ ভর্তি করা হয়েছিল। কিন্তু চিকিত্সার জন্য গিয়ে উল্টে আরও আশঙ্কাজনক পꦗরিস্থিতি তৈরি হয়।
শিশুর মা বলেন, কর্তব্যরত নার্স তাঁকে জানান, তাঁর শিশু জন্ড༺িসে আক্রান্ত। তাই তাকে আরও ভালো হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন তিনি।
জেলা প্রশাসন ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে। কর্তব্যরত চিকিৎসকের বিরুদ্ধ🔯ে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।⭕