সামনেই মার্কিন মুলুকে নির্বাচন। সেখানে প্রচার পর্ব ঘিরে ক্রমেই পারদ চড়ছে। তারই মাঝে জো বাইডেনের স্ত্রী জিল বাইডেন এক সভা থেকে বলেন, তাঁর স্বামী জো বাইডেন দ্বিতীয়বার প্রেসিডেন্ট পদে বসার জন্য সম্পূর্ণ🌃 রূপে সমর্থ। উল্লেখ্য, ৮১ বছর বয়সী জো বাইডেনকে নিয়ে একাধিক প্রশ্ন তুলছে বিরোধী শিবির। সদ্য জি সেভেন সম্মেলনে 💧এক ভিডিয়োতে (ভিডিয়োর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) দেখা যায়, ইতালির প্রাইমমিনিস্টার জর্জিয়া মেলোনিকে স্য়ালুট করছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এরপরই তাঁর বয়সজনিত সুস্থতা নিয়ে ওঠে প্রশ্ন। যার পর ওই সভা থেকে জো বাইডেনের শারীরিক অবস্থা নিয়ে জবাব দেন স্ত্রী জিল বাইডেন।
মার্কিন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিরোধিতা করে জিল বাইডেন মনে করান ২০১৬ সালে ট্রাম্পের জয়ের কথা। জিল বলেন, ‘আমরা ২০১৬ সালের নভেম্বর ৬ তারিখে যেভ𓆉াবে আতঙ্কিত হয়ে সকালে উঠেছিলাম,সেভাবে আর উঠতে পারব না।’ জিল বলছেন, এবারের মার্কিন নির্বা🔜চন মূলত, ‘দেশ যিনি চালাচ্ছেন, সেই নেতার চরিত্র ঘিরে নির্বাচন।’ এই বক্তব্য জিল বাইডেন দিয়েছেন এক সভায়।
এদিকে, জি ♉৭ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের এক অঙ্গভঙ্গি ঘিরে এক ভিডিয়ো ভাইরাল হয়। সেখানে দেখা যায়, জি ৭ সম্মেলনে ইতালির প্রাইম মিনিস্টার জর্জিয়া মেলোনির সঙ্গে সাক্ষাকের পর কথা বলার সময়, মেলোনিকে দেখে মার্কিন প্রেসিডেন্ট কপালের কাছে হাত তোলেন। অনেকেরই দাবি, তিনি মেলোনিকে🐟 স্যালুট করেন। প্রশ্ন উঠতে থাকে ৮১ বছর বয়সী মার্কিন প্রেসিডেন্ট কতটা সুস্থ?
মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেন বলছেন,'জো বাইডেন সুস্থ রয়েছেন। তাঁর পুরো জ্ঞান রয়েছে, ৮১ বছর বয়সী এবার প্রস্তুত আর তিনি প্রতিদিন কাজ করতে চাইছেন ভবিষ্যৎকে ভালো করতে।' তিনি বলছেন, এত বয়সের পরও মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে কার্যকরি প্রেসিডেন্ট জো বাইডেন। এদিকে, যে ভিডিয়ো ভাইরাল হয়েছে,তা নিয়ে জোরদার আলোচনা নেটপাড়ায়। উল্লেখ্য, জি৭ সম্মে🌳লনের সদস্য দেশ হিসাবে, সম্মেলনের সভাপতি হিসাবে ইতালি এই সম্মেলের আয়োজন করে। ইতালির স্বপ্নসুন্দর জায়গা, আপোলিয়াতে এই আয়োজন বসে। সেখানে বিদেশী রাষ্ট্রনেতাদের নিজে দাঁড়িয়ে থেকে অভ্যর্থনা জানান ইতালির প্রাইমমিনিস্টার জর্জিয়া মেলোনি। সেই সময়ই জো বাইডেনকে ঘিরে ওই দৃশ্য উঠে আসে। অনেকের দাবি, বয়সজনিত কারণে, ভুল করে এই কাণ্ড ঘটিয়েছেন জো বাইডেন। যে দাবি কার্যত, প্রসঙ্গের উল্লেখ না করে উড়িয়ে দিয়েছেন বাইডেন-পত্নী জিল।