মোহন রাজপুত
এডওয়ার্▨ড জেমস করবেট। অনেকের কাছেই তিনি জিম করবেট (Jim Corbett) নামেই পরিচিত। উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডের বিভিন্ন এলাকায় একাধিক মানুষখেকো বাঘ ব্রিটিশ আমলে নিকেশ করেছিলেন তিনি। সেই ব্রিটিশ শিকারী জিম করবেট আর নেই। কিন্তু আজও ভারতে থেকে গিয়েছে তাঁর সেই বন্দুক। ২৫ জুলাই জিম করবেটের ১৪৭তম জন্মদিবস পালিত হয়েছে। সেই করবেট সাহেবের বন্দুক এবার পর্যটকদের জন্য দেখানো হবে।
ভারত ছেড়ে যাওয়ার আগে জিম করবেট তাঁর ব্যবহার করা একনলা বন্দুকটি কুমায়ূনে তাঁর এক সঙ্গীর কাছে দিয়ে যান। সেই বন্দুক বর্তমানে নৈনিতাল জেলার কালাধুঙ্গি থানায় রাখা রয়েছে।করবেটের সেই ঘনিষ্ঠ সঙ্গীর নাতি বন্দুকের লাইসেন্সের জন্য আবে🔴দন করেছিলেন। এবার নৈনিতাল বেড়াতে গেলে সেই বন্দুকটি দেখতে ভু🧸লবেন না।
করবেট ওই বন্দুকটি শের সিং নেগির কাছে দিয়ে গিয়েছিলেন। এরপর তিনি কেনিয়া চলে যান। ২০১৯ সালে নেগির নাতি সেটি থানায় জমা দেন। মোহিত নেগি নামে ওই ব্যক্তি জানিয়েছেন, এই বন্দুকের উত্তরাধিকারী হিসাবে আমি জেলা শাসকের কাছে লাইসেন্সের জন্য আবেদন করেছিলাম। আমি লাইসেন্স পেলেই এটা নিয়ে নেব। স্বাধীনতার পরে জিম করবেট এই বন্দুকটি আমার দাদুকে দিয়ে যান। করবেট সাহেবের স্মৃতিতে সেটি আমার দাদু রেখে দিয়েছিলেন। দাদুর মৃত্যুর পরে বাবা ত্রিলোক সিং নেগি এটি পর্যটকদে💯র দেখাতেন।বাবার মৃত্যুর পরে এটি আমি থানায় জমা দিয়েছিলাম।