পেটিএম ওয়ালেট কিনে নিচ্ছে মুকেশ আম্বানির জিও ফিনান্সিয়াল সার্ভিস। এমনই একটা গুজব গতকাল রটে গিয়েছিল শেয়ার বাজারে। সেই জল্পনার মধ্যেই বাজারে হুড়মুড়িয়ে চড়তে শুরু করেছিল মুকেশ আম্বানির সংস্থার শেয়ার। এই আবহে একটা সময়ে জিও ফিনান্সিয়াল সার্ভিসেসের শেয়ারের দাম ১৪ শতাংশের ওপরে চলে যায়। তবে এরপরে জিও ফিনান্সের তরফ থেকে এই বিষয়ে স্পষ্ট বার্তা দেওয়া হয়। আম্বানির সংস্থা জানায়, পেটিএম ওয়ালেট কিনে নেওয়ার বিষয় নিয়ে তারা কোনও আলোচনা করছে না। আপাতত এই খবরটি পুরোপুরি গুজব। (আরও পড়ুন: 'পেটিএম প্রতিষ্ঠাতা তো𒁏 মোদীভক্ত', ইডির নীরবতা নিয়ে প্রশ্ন তুলল কংগ্রেস)
আরও পড়ুন: গভীর র♏াতে নাটকীয় পরিস্থিতি, ডিএ আন্দোলনকে 'রানআউট' করতে গিয়ে 'হিটউইকেট' পꦰুলিশ
এর আগে সোমবার শেয়ার বাজারে লেনদেন বন্ধের সময় জিও ফিনান্সিয়াল সার্ভিসেসের প্রতিটি শেয়ারের দাম বেড়ে দাঁড়িয়েছে ২৯২.৪০ টাকা। অর্থাৎ, গত সেশনের তুলনায় সোমবার ৩৮.৬ টাকা বেড়েছিল জিও ফিনান্সিয়াল সার্ভিসেসের প্রতিটি শেয়ারের দাম। যা শতাংশের বিচারে ১৫.২১। একাট সময় জিও ফিনান্সিয়াল সার্ভিসেসের প্রতিটি শেয়ারের দাম ২৯৫.৭ টাকায় পৌঁছে গিয়েছিল। সেটাই দিনের সর্বোচ্চ স্তর ছিল। আর গতকাল এই শেয়ারের সর্বনিম্ন স্তর ছিল ২৫৫.৫৫ টাকা। প্রসঙ্গত, পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের সূত্রকে উদ্ধৃত করে হিন্দু বিজনেস লাইনের প্রতিবেদনে জানানো হয়েছিল যে পেটিএম🅰 ওয়ালেট বিক্রি করে দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। ইতিমধ্যে কয়েকটি সংস্থা আগ্রহ প্রকাশ করেছে। কথাবার্তাও চালানো হচ্ছে। সেই দৌড়ে এইচডিএফসি ব্যাঙ্ক এবং জিও ফিনান্সিয়াল সার্ভিসেস এগিয়ে আছে বলে ওই রিপোর্টে দাবি করা হয়। তবে জিও ফিনান্সের তরফ থেকে শেয়ার বাজার ফাইলিংয়ে সেই দাবি খারিজ করা হল।