বাংলা নিউজ > ঘরে বাইরে > 'লোকে ভাবে আমরা টুকডে টুকডে গ্যাঙ…', রামনবমী সংঘর্ষ নিয়ে মুখ খুললেন JNU উপাচার্য
পরবর্তী খবর
‘জেএনইউ নিয়ে মানুষের মধ্যে ভুল ধারণা রয়েছে।’ বুধবার জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সন্তিশ্রী ধুলিপুড়ি পণ্ডিত এমনটাই বললেন। সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাতকারে উপাচার্য বলেন, ‘আমি জনসাধারণের ধারণাকে সংশোধন করতে চাই যে আমরা টুকডে-টুকডে গ্যাঙ... আমি দায়িত্ব নেওয়ার পরে আমি কাউকে এমন কথা বলতে দেখিনি। অন্য সবারই মতো আমরাও জাতীয়তাবাদী।’ উল্লেখ্য, গত রবিবার বিশ্ববিদ্যালয়ে রামনবমীতে মাংস খাওয়া ঘিরে কাবেরী হোস্টেলে হিಌংসাত্মক সংঘর্ষের ঘটনা ঘটে🃏। সেই প্রেক্ষিতে বলতে গিয়েই এমনটা ব🅺লেন জেএনইউ-র উপাচার্য।