মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন, হোয়াইট হাউসের ঠিক সামনেই 'গায়ে আগুন দিয়ে ইজরায়েলি হামলা'র প্রতিবাদ জানালেন এক ব্যক্তি। যদিও, 𒅌গুরুতর কোনও ঘটনা ঘট🎉ে যাওয়ার আগেই ওই ব্যক্তিকে সাহায্য করতে এগিয়ে আসে পথচলতি মানুষ ও পুলিশ।
ইতিমধ্যেই এই ঘটনার একাধিক ভিডিয়ো ও ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে, এক ব্যক্তি হোয়াইট হাউসের সামনের রাস্তায় চিৎকার করতে-ౠকরতে ছুটোছুটি করছেন।
ওই ব্যক্তি তাঁর বাঁ হাত সোজা করে তুলে রেখেছেন এবং তাতে দাউ দাউ করে আগুন জ্বলছে! এই দৃশ্য দেখেই আশপাশে থাকা পথচারী এবং পুলিশকর্মীরা তাঁর দিকꦇে দৌড়ে যান এবং জল ঢেল༒ে ও তোয়ালে চাপা দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন।
আগুন পুরোপুরি নেভার পর পুলিশ ওই ব্যক্তিকে শান্ত করে তাঁর পরিচয় জানতে চায়। জবাবে তিনি নিজেকে এ🤡কজন সাংবাদিক বলে দাবি করেন। তাঁর শার্টের বাঁ হাতাটি পুড়ে যায় এবং তাঁর বাঁ হাতের চামড়ার কিছুটা অংশও সামান্য পুড়ে যায়।
একজন পথচারীকে দেখা যায়, তিনি তাঁর পানীয় জলের বোতল থেকে ওই ব্যক্তির হ💖াতে জল ঢালছেন। এই সময় গায়ে আগুন দেওয়া ওই ব্যক্তি বলেন, 'আমরা ভুল তথ্য ছড়াচ্ছি।' তিনি চিৎকার করে একথা বলতে থাকেন।
এরপর সাদা শার্ট পরা এ🍌কজন আধিকারিক এগিয়ে আসেন। তিনি উপস্থিত জনতাকে অন্যত্র সরে যেতে বলেন। এমনকী, কয়েকজনকে ঠেলে সরিয়েও দেওয়া হয়।
ওয়াশিংটন ডিসি মেট্রোপলিটন পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, এই ঘটনাটি ঘটেছে হোয়াইট হাউসཧের ঠিক বাইরে, সিক্সটিন্থ স্ট্রিটের ৮০০ নম্বর ব্লকে। ঘটনার পরই স্থানীয় দমকল কেন্দ্র এবং জরুরি স্বাস্থ্য পরিষেবা প্রদানকারী কেন্দ্রকে খবর দেওয়া হয়। তাদের প্রতিনিধিরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে যান।
পুলি��শ জানিয়েছে, ঘটনার পর ওই ব্যক্তিকে নিকটবর্তী হা🔯সপাতালে পাঠানো হয়। তাঁর কোনও গুরুতর চোট লাগেনি।
পুলিশের তরফে আরও বলা হয়, 'শান্তিপূর্ণভাবে প্রথম সংস্কারমূলক আন্দোলন🌼 চালিয়ে যাওয়ার জন্য কলম্বিয়া ডিস্ট্রিক্টের একটি গৌরবময় ইতিহাস রয়েছে। এবং মেট্রোপলিটন পুলিশ ডিপা𒁃র্টমেন্টও বিক্ষোভকারীদের সামাল দিতে অত্যন্ত দক্ষ। বছরের পর বছর ধরে আমরা এই কাজ করছি।'
নিউ ইয়র্ক পোস্টে প্রকাশিত প্রতিবেদনে পুলিশের তরফে আরও বলা হয়, 'যাঁরা🗹 শান্তিপূর্ণভাবে এবং সুরক্ষিতভাবে প্রতিবাদ👍 জানাবেন, আমরা অবশ্যই তাঁদের সহযোগিতা করব। কিন্তু, যাঁরা আমাদের শহরে অপরাধমূলক কাজ করবেন, তাঁদের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ করব।'
প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর ইজরায়েলের উপর হামলা চালানো হয়েছিল। সেই ঘটনার একবছর পূর্ণ হওয়ার কিছু সময় আগে থেকেই, শনিবার রাতে (৫ অক্টোবর, ২০২৪) হোয়াইট হাউসের কাছে প্রতিবাদীরা জমা🧜𝔉 হতে শুরু করেন। সূত্রের খবর, তাঁরা গাজায় ইজরায়েলি হামলা বন্ধ করার দাবিতে একত্রিত হয়ে প্রতিবাদ দেখাচ্ছেন।