মঙ্গলবার রাতে পাতিয়ালায় পঞ্জাবি বিশ্ববিদ্যালয়ের সামনে সংঘর্ষের পর ধর্মিন্দর সিং নামে এক কবাডি খেলোয়াড়কে গুলি করে খুন করা হয়। এর আগে ১৪ মার🎃্চ জলন্ধরে আরও এক আন্তর্জাতিক কবাডি খেলোয়াড় সন্দীপ সিং নাঙ্গল আম্বিয়ানকে চার হামলাকারী গুলি করে খুন করেছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার পাতিয়ালাতে খুন আরও এক 🍌কবা൩ডি খেলোয়াড়।
মৃত ধর্মিন্দর দাউন কালান গ্রামের কবাডি ক্লাবের সভাপতি ছিলেন♑। তিনি রাজনৈতিকভাবেও সক্রিয় ছিলেন। ২০ ফেব্রুয়ারি পাঞ্জাব বিধানসভা নির্বাচনের আগে তিনি শিরোমণি আকালি দল ত্যাগ করেছিলেন এবং আম আদমি পার্টির পক্ষে প্রচার করেছিলেন। তিনি কবাডি খেলোয়াড় তথা আপ প্রার্থী গুরলাল ঘনাউরের জন্য প্রচার করেছিলেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ে দাউন কালান ও থেরি গ্রামের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাঁধে। কিছু স⛎ময় পরে ক্যাম্পাসের বাইরে একটি ধাবায় দুই দলের কথাবার্তার সময় ধর্মিন্দরকে গুলি করে খুন করা হয়। ঘটনা প্রসঙ্গে পাতিয়ালার এসএসপি নানক সিং বলেছেন, ‘আমরা লাশটি উদ্ধার করে তদন্ত শুরু করেছি। এখনও পর্যন্ত হত্যার পিছনে চার ব্যক্তিকে চিহ্নিত করা হয়েছে।’ তিনি বলেন, অভিযুক্তদের গ্রেফতারের জন্য পুলিশের টিম পাঠানো হয়েছে এবং লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই ঘটনায় কোনও গুন্ডার জড়িত থাকার কথা অস্বীকার করেন তিনি। তিনি বলেন, ‘শত্রুতার জের ধরে এই খুন হয়েছে।’ তিনি বলেন, প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।