কর্ণাটক 🅺হাইকোর্টে বড়সড় ধাক্কা খেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। মঙ্গলবার আদালতের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া💧 হয়, মুডা কেলেঙ্কারিতে তাঁর বিরুদ্ধে মামলা শুরু করায় কোনও সমস্যা নেই।
উল্লেখ্য, আগেই এই মামলায় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মামলার শুরুর অনুমতি দিয়েছিꩵলেন রাজ্য়পাল থাওয়ার চাঁদ গেহলট। মঙ্গলবার কর্ণাটকের র🔜াজ্যপালের সেই অবস্থানে সমর্থন জানিয়ে, তাঁর নির্দেশ বহাল রেখেছে কর্ণাটক হাইকোর্ট।
ঘটনা প্রসঙ্গে জানা যায়, মাইসোর আরবান ডেভেলপমেন্ট অথোরিটি (মুডা)-এর তরফ থেকে মুখ্যমন্ত্রীর স্ত🦂্রী পার্বতীকে বেআইনিভাবে জমি পাইয়ে দেওয়া হয় বলে অভিযোগ। এই ঘটনাতেই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মামলার রুজুর অনুমোদন দেওয়া হ𝄹য়।
সংশ্লিষ্ট তিন ব্যক্তিকে সেই অনুমতি দেন রাজ্যপাল থাওয়ার চাঁদ গেহলট। কিন্তু, সিদ্দারামাইয়া রাজ্যপালের এই সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চ আদালতের দ্বারস্থ হন। মঙ্গলবার তাঁর সেই আবেদন খারিজ করে দেন বিচারপতি এম নাগাপ্র♕সন্ন।
এই বিষয়ে আদালতের পর্যবেক্ষণ হল, অভিযোগকারীরা ন্যায়সঙ্গতভাবেই এই অভিযোগ তুলেছিলেন এবং সেই ঘটনায় রাজ্যপালের হস্তক্ষে🌳প চেয়েছিলেন। আদালত মনে করে, সাধারণ নিয়ম অনুসারে, রাজ্যপালের এক্ষেত্রে সক্রিয় হওয়া উচিত এবং সংশ্লিষ্ট মন্ত্রিসভাকে পরামর্শ দেওয়া উচিত।