পিডিপি প্রেসিডেন্ট তথা কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহেব𓂃ুবা মুফতি পুঞ্চের নবগ্রহ মন্দিরের শিবলিঙ্গে জল ঢালছেন। সেই ভিডিয়ো ভাইরাল হয় সোশ্য়াল মিডিয়ায়।এবার এনিয়ে নিজের মতামত জানালেন তিনি। তিনি জানিয়েছেন, এটাকে ইস্যু করার কোনও দরকার নেই। ভারত ধর্মনিরপেক্ষ দেশ। এখানে গঙ্গা যমুনা সংস্কৃতি বিরাজমান।🐲
তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, কোনও ডবল স্টান্ডার্ডের ব্যাপার নেই। গঙ্গা-যমুনা তেহজিব সংস্কৃতি রয়েছে এই দেশে। পিডিপির প্রাক্তন প্রয়াত এমএলসি যশপালজী একটি মন্দির তৈরি করেছিলেন। তাঁর ছেলে এটাকে দেখাতে নিয়ে গিয়েছিলেন। প♐ুঞ্চের মানুষজন এই মন্দির তৈরিতে দান করেছেন। খুব সুন্দর দেখতে হয়েছে এটি। কেউ একজন একটি লোটা দিয়ে আমায় বলেছিলেন ওটার উপর জল ঢালতে।সেটাই আমি করেছিলাম। কেউ কি এটা প্রত্যাখ্যান করতে পারে?
এদিকে দেওবান্দের ধর্মীয় লোকজন এনিয়ে চরম সমালোচনা শুরু করেছেন। এনিয়ে মেহেবুবা মুফতি জানিয়েছেন, আমি এটার মধ্য়ে যেতেই চাইছি না। আমি আমার ধর্মকে জানি। এই দেশে গঙ্গা-যমুনা সংস্কৃতি বিরাজমান। এখানে হিন্দু মুসলমান পাশাপাশি বাস করেন। এখানে মুসলিমদের তুলনায় হিন্দুরা বেশি চাদর চড়ান। এটা আমার একেবারে ব্যক্তিগত ব্যাপার।
এদিকে মুফতি আসাদ কোয়াসমি, ইত্তেহাদ উলেমা-ই-হিন্দের সর্বভারতীয় সহ সভাপতি জানিয়েছেন, প্রাক্তন মুখ্যমন্ত্র꧙ী যা করেছেন সেটা ইসলাম বিরোধী। তবে মেহেবুবা জানিয়েছেন ভারতের পরিস্থিতি পাকিস্তানের থেকে কিছু অন্যরকম নয়।