বাংলা নিউজ > ঘরে বাইরে > Kashmir Twin Avalanche Viral Video: দু'দিক দিয়ে জোড়া তুষারধস কাশ্মীরি গ্রামে, ক্যামেরাবন্দি 'ভয়ানক সুন্দর' দৃশ্য
শনিবার সন্ধ্যায় কাশ্মীরের জনপ্রিয় পর্যটনকেন্দ্র সোনমার্গে একটি বিশাল তুষারধস আঘাত হানে। গত দুই দিনের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার তুষারধসের সাক্ষী থাকল কাশ্মীর। জম্মু ও কাশ্মীর বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষ সতর্কতা জারি করে জানিয়েছে, আগামী ২৪ ঘন্টার মধ্যে আরও তুষারপাত দেখা যেতে পারে উপত্যকায়। এই আবহে পর্যটকদ এবং স্থানীয়দের সতর্ক থাকতে বলা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় তুষারধসের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে গতকাল। তাতে দেখা যাচ্ছে, সোনমার্গের সরবাল গ্রামের দিকে তাজা তুষারের 'ঢেউ' গড়িয়ে পড়ছে দু'দিক দিয়ে। একসঙ্গে এই জোড়া তুষারধসে কেউ আহত হননি। তুষারধসের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে বিপর্যয় মোকাবিলা বাহিনী। (আরও পড়ুন: 🐎মাঝ আকাশে মুখ দিয়ে রক্ত বেরিয়ে মৃত্যু যাত্রীর, রুট বদলে জরুরি অবতরণ বিমানের)