সামনেই ২০১৪ সালের লোকসভা নির্বাচন। তার আগে নতু♛ন দলের নাম ঘোষণা করলেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। নতুন জাতীয় দলের নাম ভারত রাষ্ট্র সমিতি। সূত্রের খবর, টিআরএস নতুন জাতীয় দলের সঙ্গে মিশে যেতে পারে। বুধবার দলের সাধারণ সভায় ও বিজয়া দশমী পালনের অনুষ্ঠানে এনিয়ে সর্বসম্মতিক্রমে সমর্থন জানিয়েছেন দলের নেতৃত্ব।
সেই মিটিংয়ে জনতা দলের নেতা এইচ ডি কুমারস্বামী, তাদের দলের বিধায়করা, কয়েকজন কৃষক নেতা উপস্থিত ছিলেন। কেসিআর জানিয়েছেন, তেলেঙ্গানা তৈরির জন্য় টিআরএস তৈরি হয়েছিল। সেই প্রয়োজন মিটেছে। দেশের এক নম্বর রাজ্য় আজ তেলেঙ্গানা💖।
এদিকে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, দীর্ঘদিন ধরেই জাতীয় রাজনীতিতে নিজের প্রাসঙ্গিক🐻তা তৈরির চেষ্টা করছিলেন কে চন্দ্রশেখর রাও। দেশজুড়ে তিনি কেসিআর নামেই পরিচিত। তবে তাঁর দলের সঙ্গে যুক্ত ছিল তেলেঙ্গানা শব্দটি। কিন্তু জাতীয় রাজনীতিতে নামতে গেলে দলের নামের সঙ্গে একটি জাতীয় ফ্লেভার যুক্ত করার প্রয়োজন বোধ করছিলেন অনেকেই। আর বহু প্রতীক্ষিত সেই দলের নাম এবার ভারত রাষ্ট্র সমিতি।
এদিকে পটকা ফাটিয়ে, ম﷽িষ্টি বিতরণ করে দিনটি পালন করেন কেসিআর অনুগামীরা। তবে এবার এ🌱ই নতুন দল জাতীয় রাজনীতিতে কতটা প্রভাব ফেলতে পারে সেটাই দেখার।