ঘুষ কাণ্ডের অভিযোগের জেরে বড়সড় ধাক্কা খেলেন শিܫল্পপতি গৌতম আদানি। তাঁর সংস্থার সঙ্গে কেনিয়া সরকার যাবতীয় চুক্তি বাতিল করেছে। সেদেশে একটি বিমানবন্দর গড়ার ও একটি বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রিক চুক্তি ছিল কেনিয়া সরকার ও আদানি গোষ্ঠীর মধ্যে। তবে তা বাতিল করে কেনিয়া সরকার।
উল্লেখ্য, নিউইয়র্কে এক ঘুষ কাণ্ডের অভিযোগ রয়েছে গৌতম আদানি ও তাঁর ভাꦏইপো সাগর আদানির বিরুদ্ধে। তাঁদের দু'জনের বিরুদ্ধেই জারি হয়েছে গ্রেফতারি পরোয়ানা। বরাত পেতে ঘুষের প্রস্তাবের চাঞ্চল্যকর অভিযোগ রয়েছএ আদানি পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে। জাস্টিস ডিপার্টমেন্ট এবং সিকিওরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন-এই তিনটি সংস্থার যৌথ তদন্তে এই তথ্য উঠে আসে। এদিকে, ভারতে বিষয়টি সামনে আসেতই রাজনৈতিক তোলপাড় শুরু হয়। শেয়ার বাজারে নামে ধস। তারই মাঝে কেনিয়া সরকার তাদের সরকারের সঙ্গে আদানিদের যাবতীয় প্রকল্প বাতিল করার কথা ঘোষণা করে।
কেনিয়ার রাষ্ট্রপতি উইলিয়াম রুটো বলেছেন যে 𓆉তিনি সংশ্লিষ্ট সংস্থাগুলিকে নাইরোবির জোমো কেনিয়াত্তা আন্তর্জাতিক বিমানবন্দর (জেকেআইএ) 🙈এবং আদানি গ্রুপের সাথে একটি রাষ্ট্রীয় মালিকানাধীন বিদ্যুৎ পরিষেবা সম্পর্কিত চলমান ক্রয় প্রক্রিয়া 'অবিলম্বে বাতিল' করার নির্দেশ দিয়েছেন৷