মাঝরাতে কেনাকাটা। সঙ্গে বড় ছাড়ের সুযোগ। আর তা🤡তেই শপিং মলে একেবারে উপচে পড়ল ভিড়। কেরলের লুলু ইন্টারন্যাশানাল শপিং মলে রাতভর কেনাকাটার ব্যবস্থা করা হয়েছে। কোচি আর তিরুবনন্তপুরমের দুটি আউটলেটেই এই রাতভর কেনাকাটার ব্যবস্থা করা হয়েছে। আর সেই মাঝরাতের কেনাকাটায় যে ভিড়ের ছবি সামনে এসেছে তা দেখে অনেকেরই চোখ কপালে ওঠার জোগাড়।
মূলত মাঝরাতে কেনাকাটায় কতꦯটা সাড়া মেলে সেটাই পরীক্ষা করতে চেয়েছিল ওই সংস্থা। গান বাজনা, মজার উপকরণ এমন কিছু দিয়ে সাজানো হয়েছিল মাঝরাতের কেনাকাটার প্রোগ্রামকে। লাইভ ব্যান্ডেরও ব্যবস্থা করা হয়েছিল। দেখা গিয়েছে মাঝরাত আসার অপেক্ষাতে শপিং মলের বাইরে একেবারে তুমুল ভিড় শুরু হয়ে যায়। আর রাত যত গভীর হয়েছে ততই শপিং মলের মধ্যে কার্যত তুমুল বিশৃঙ্খলা।
রাতভর কেনাকাটার সেই ভিড়ের ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্য়াল মিডিয়ায়। চলমান সিঁড়ি, লবিতে, কাউন্টারে একেবারে বাদুর ঝোলা ভিড়। মলের নিরাপত্তারক্ষীরাও সব রকম চেষ্টা করেছেন ভিড় সামলাতে। কিন্তু কে শোনে কার কথা। তবে মাঝরাতের কেনাকাটায় ডিসকাউন্টও দেওয়া হয়েছে ভালোই। আর ডিসকাউন্টে কেনাকা🍸টা করতে লাইন দিয়ে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকেন ক্রেতারা।এমনকী বাচ্চারা, বয়স্ক মানুষরাও দীর্ঘক্ষণ ধরে লাইনে দাঁড়💟িয়ে পড়ে।
এমনকী পরিস্থিতি এমন জায়গায় যায় যে প্রচন্ড ভিড়ের মধ্যে কার্যত হামাগুড়ি দিয়েও অনেকে ꦑআউটলেটে ঢুকে কেনাকাটা করতে চান। তবে অনেকেই বলছেন এই ভিড় প্রমাণ করল ছাড় দিলে মাঝরাতেও ঘুম💦 𒁃বাদ দিয়ে কেনাকাটা করতে আপত্তি নেই বাসিন্দাদের।