হরদীপ সিং নিজ্জর খুনের ঘটনায় প্রথম থেকেই ভারতের ঘাড়ে দোষ চাপিয়ে আসছে কানাডা। তবে দিল্লিও দাবি করে এসেছে, এই মামলায় দিল্লির হাতে কোনও প্রমাণ তুলে দেয়নি জাস্টিন ট্রুডোর সরকার। এরই মাঝে এই মামলার জেরে দুই দেশের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। এই আবহে এবার ট্রুডোর বিরুদ্ধে বিস্ফোরক কানাডায় নিযুক্ত থাকা ভারতীয় হাইকমিশনার সঞ্জয় ভর্মা। সম্প্রতি সঞ্জয়কে দেশে ফিরিয়ে আনতে নির্দেশ দিয়েছে ভারত। এহেন সঞ্জয় দাবি করলেন, 'নিজ্জর খুনে ভারত যোগ থাকার এক কোণা প্রমাণও দেয়নি জাস্টিন ট্রুডোর সরকার।' সঞ্জয়ের আরও দাবি, রাজনৈতিক কারণেই ভারতের ঘাড়ে এই দোষ চাপাচ্ছেন ট্রুডো। কানাডার প্রধানমন্ত্রীর জেরেই দুই দেশের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে বলেও দাবি করেন ভারতীয় কূটনীতিবিদ। (আরও পড়ুন: 'এটা খুন', শব্দবাজিতে মৃত্যু মহুয়ার উদ্ধার করা কুকুরের, পুলিশকে তোপ TMC সা𓆏🌜ংসদের)
আরও পড়ুন: ৭০ উড়ানে বিঘ্ন উড়ো বার্তায়, সবচেয়ে বেশি হুমকি কোন সংস্থার বিমানকে🍸?
আরও পড়ুন: দিল্ল🐷িতে CRPF স্কুলের সামনে বোমা বিস্ফোরণ, ভাঙল দেওয়াল, ক্ষত❀িগ্রস্ত দোকান-গাড়ি
কানাডার সংবাদমাধ্যম সিটিভি-কে দেওয়া এক সাক্ষাৎকারে সঞ্জয় ভর্মা বলেন, 'যে অভিযোগ করা হয়েছে, তা নিয়ে কোনও তথ্যপ্রমাণ তো আমাদের দেখতে হত। তার ভিত্তিতে না আমরা কানাডার কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতাম। তবে এটা দুর্ভাগ্যজনক যে কানাডা সরকার একটাও কোনও প্রমাণ দেয়নি।' সঞ্জয় বলেন, 'ভারত আইন মেনে চলা দেশ। কানাডার আদালতে যদি কোনও প্রমাণ গ্রহণযোগ্য হয়, তাহলে তা ভারতের আদালতেও গ্রহণযোগ্য হবে। তবে কানাডার আধিকারিকরা তো আমাদের সেই ক্ষেত্রে সাহায্য করেননি।' এদিকে নিজ্জরের খুন নিয়ে সঞ্জয় বলেন, 'যেকোনও খুনই দুর্ভাগ্যজনক এবং জঘন্য। আমি এই খুনের নিন্দা জানাচ্ছি। আমি এর আগেও বলেছি, এই ঘটনার মূলে যেতে 🐻হবে আমাদের।'