খলিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জর খুনের ঘটনায় কানাডার পুলিশ এখনও পর্যন্ত ৪ ভারতীয়কে গ্রেফতার করেছে। সেই মামলাটি এবার সারে প্রাদেশিক আদালত থেকে সরাসরি ব্রিটিশ কলাম্বিয়ার সুপ্রিম কোর্টে চলে গেল। এই মামলায় প্রাথমিক কোনও শুনানিই হয়নি। সরাসরি ৪ ধৃতকে অভিযুক্ত করে শুনানি শুরুর দাবি জানিয়েছিল সরকার পক্ষ। সেই মতো মামলাটি ব্রিটিশ কলাম্বিয়ার সুপ্রিম কোর্টে গিয়েছে। এই আবহে গত ১৮ নভেম্বর সুপ্রিম কোর্টে প্রথম শুনানি হয়। তাতে তিন অভিযুক্ত ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে হাজির হন আদালতে। এবং একজন নিজের আইনজীবীর মাধ্যমে হাজিরা দেন। এখন এই মামলাটির পরবর্তী শুনানি হবে ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে। রিপোর্ট অনুযায়ী, এই মামলায় চার অভিযুক্ত করণ ব্রার, কমলপ্রীত সিং, করণপ্রীত সিং এবং আমনদীপ সিং আপাতত হোল্ডিং ফেসিলিটিতে রয়েছেন। (আরও পড়ুন: নিজ্জর কাণ্ডে মোদীর নাম🦄 জড়াতেই নিজের দেশের অফিসারদের 'ক্রিমিনাল' আখ্যা ট্রুডোর)
আরও পড়ুন: দেশজুড়ে ভোটবাক্সে সুপা﷽রহিট মমতার ফর্মুলা, 'মালিকানা' নিয়ে টানাটানি BJP-র
হরদীপ সিং নিজ্জর খুনের ঘটনায় প্রথম থেকেই ভারতের ঘাড়ে দোষ চাপিয়ে আসছে কানাডা। তবে দিল্লিও দাবি করে এসেছে, এই মামলায় দিল্লির হাতে কোনও প্রমাণ তুলে দেয়নি জাস্টিন ট্রুডোর সরকার। এরই মাঝে এই মামলার জেরে দুই দেশের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। এই আবহে দিল্লির দাবি, রাজনৈতিক কারণেই ভারতের ঘাড়ে এই দোষ চাপাচ্ছেন ট্রুডো। (আরও পড়ুন: 'কালো অক্ষরে লেখা থাক🌼বে তাঁর নাম',প্রাক্তন CJI চন্দ্রচূড়কে আক্রমণ উদ্ধব শি🅷বিরের)
আরও পড়ুন: সাগরে শক্তি বাড়াবে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরে🎀র
প্রসঙ্গত, নিজ্জর খুনের ঘটনায় প্রমাণ দেখতে চেয়েছিল ভারত। তা দেখানো হয়নি। রিপোর্ট অনুযায়ী, নিজ্জর খুনের পরে এনআইএ-র তরফ থেকে রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশের কাছ থেকে খলিস্তানি জঙ্গির ডেথ সার্টিফিকেট চাওয়া হয়েছিল। কানাডা সেই ডেথ সার্টিফিকেট দেখায়নি। বরং তারা উলটে প্রশ্ন করেছে, এই ডেথ সার্টিফিকেট ভারতের কেন চাই। তারা কার্যত বুঝিয়ে দেয় যে নিজ্জর খুন সংক্রান্ত তথ্য তারা ভারতকে দিতে নারাজ। উল্লেখ্য, ভারতে নিজ্জরের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা ছিল। এই আবহে আদালতের নথির রেকর্ডের খাতিরে সেই ডেথ সার্টিফিকেট চাওয়া হয়েছিল। (আরও পড়ুন: EVM নꦍিয়ে 'ডিগবাজღি' ইলন মাস্কের! মহারষ্ট্রের ফল ঘোষণার পর কি বললেন ধনকুবের?)
আরও পড়ুন: কলকাতা মেট্রোর টিকিট নিয়ে চালু নয়া 'নিয়ম'ܫ, সমস্যায় বহু যাত্রী
আরও পড়ুন: মিটবে বকেয়া ডিএ-র 'জ্বালা', শীঘ্রই ১🐽৮৬%🍰 'লাভ' হবে সরকারি কর্মীদের?
উল্লেখ্য, গত ২০২৩ সালের ১৮ জুন গুরুদ্বারের ভেতরেই গুলি করে হত্যা করা হয় খলিস্তানপন্থী জঙ্গি হরদীপ সিং নিজ্জরকে। হরদীপকে ২০ বারেরও বেশি গুলি করা হয়েছিল। রিপোর্ট অনুযায়ী, কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের পঞ্জাবি অধ্যুষিত সারে অঞ্চ🌳লে থাকত হরদীপ। বিগত কয়েকবছরে কানাডার ভ্যানকুবারে ভারতীয় হাইকমিশনের সামনে খলিস্তানি বিক্ষোভের নেপথ্যে ছিল এই হরদীপ। কানাডায় মৃত হরদীপের বিরুদ্ধে এনআইএ-র চারটি মামলা ছিল। এক হিন্দু পুরোহিতকে হত্যা করার ষড়যন্ত্র সহ খলিস্তানি যোগের অভিযোগ তার বিরুদ্ধে। এই আবহে হরদীপ নিজ্জরের মাথার দাম ১০ লক্ষ টাকা ধার্য করেছিল এনআইএ। জানা যায়, হরদীপ খলিস্তান টাইগার ফোর্সের প্রধান ছিল। গুরপতবন্ত সিং পান্নুনের 'শিখস ফর জাস্টিস' সংগঠনের মতাদর্শ প্রচারের দায়িত্ব ছিল হরদীপের টাইগার ফোর্সের ওপর।