ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের সময় বিজেপির তারকা প্রচারকরা একেবারে পুরো শক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়েছিলেন। কিন্তু ফলাফল বের হতেই দেখা গিয়েছে এবারের নির্বাচনে বিশেষ সুবিধা করতে পারেনি বিজেপি। তীরে এসে তরী ডুবেছে বিজেপির। এবার প্রশ্ন এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে সমস্ত জায়গায় সভা করেছিলেন সেই সব জায়গার কী অবস্থা!। খবর লাইভ হিন্দুস্তান সূত্রে।&🐠nbsp;
সূত্রের খবর, চাইবাসা, গাড়োয়া, গুমলা, চন্দনকিয়ারি, শরৎ ও গোড্ডায় নির্বাচনী জনসভা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে প্রধানমন্ত্রী মোদী যে ছয়টি জায়গায় জনসভা করেছিলেন, তার মধ্যে কেবল গাড়োয়া কেন্দ্রেই বিজেপি জিতꦛেছে। রাঁচিতে রোড শো করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেখানে জয়ী হল বিজেপি।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সিমারিয়া, ঘাটশিলা, ছত্তরপুর, হাজারিবাগ, পোটকা, সেরাইকেল♈া, তামার, ধানবাদ, বাঘমারা, গিরিডি, গান্ডেয়া, ডুমরি, দুমকা, মধুপুর এবং ধানওয়ারে জনসভা করেছিলেন এবং জামশেদপুরে রোড শো করেছিলেন। যার মধ্যে সিমারিয়া, হাজারিবাগ, বরকাহওয়া, সেরাইকেলা, বাঘমারা ও ধানওয়ারে সাফল্য পেয়েছে বিজেপি। রাঁচির বিশরামপুর, বাগোদর, জামুয়া, গোমিয়া, সিন্দ্রি ও নালায় প্রবুদ্ধ সম্মেলনের আয়োজন করেন জাতীয় সভাপতি জেপি নাড্ডা। এর মধ্যে বিজেপি জিতেছে কেবল বাগোদর, জামুয়া আসন। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্র♏ী যোগী আদিত্যনাথ মোট ১৭টি জনসভা করেছেন। যেখানে বরকাগাঁও, পাঙ্কি, কোডারমায় বিজেপি প্রার্থীরা সফল হয়েছেন।