আমি দিল্লিতে একটি ভাড়া বাড়িতে একা থাকি। অফিস যাতায়াতে সুবিধার জন্য। তবে আমার পৈতৃক বাড়ি গ্রেটার নয়ডায়। আমি সেখানে একটি ফ্ল্যাটও কিনেছি। এর জন্য যে গৃহ ঋণ নিয়েছি, তার কিস্তিও মেটাচ্ছি। আমি কী HRA আর গৃহঋণে একসঙ্গে করছাড়ের ক্লেইম করতে পারি?-রোহন শাহআয়কর দফতর এইচআরএ এবং গৃহঋণে একত্রে কর ছাড় দেয়। একই বছরে বিশেষ কিছু শর্তে এটি ক্লেইম করা যেতে পারে।HRA-এর কর ছাড় তখনই মেলে যখন কর্মী কোনও ভাড়াবাড়িতে থাকেন। এই করছাড় পেতে তাই ভাড়া দিতে হবে। যদি কোনও কর্মী নিজের বাড়িতেই থাকেন, সেক্ষেত্রে HRA-তে করছাড়ের আবেদন করতে পারবেন না।অন্যদিকে গৃহ ঋণের ক্ষেত্রে সুদে ছাড় দেয় আয়কর দফতর। যে কাজের জন্য বাড়িটি নির্মাণ/কেনা হচ্ছে, তার উপর ভিত্তি করে করছাড়ের পরিমাণ স্থির হয়। অর্থাত্ ভাড়া দেওয়ার ক্ষেত্রে ও নিজে ব্যবহার করার ক্ষেত্রে করছাড়ের পরিমাণ ভিন্ন হয়।কোনও ব্যক্তি যে শহরে ভাড়া থাকেন, তার বাইরে কোথাও বাড়ি বানান বা কেনে, সেক্ষেত্রে তিনি HRA ও গৃহ ঋণ, উভয় ক্ষেত্রেই ছাড় পাবেন।তাই হ্যাঁ, আপনার ক্ষেত্রে উভয়তেই মিলবে করছাড়।উত্তর দিলেন চ্যাটার্ড অ্যাকাউন্টেন্ট তরুণ কুমার।