স্মার্টফোন বা কম্পিউটার থেকে echallan.parivahan.gov.in ওয়েবসাইটটি খুলুন।এবার Check Challan Status অপশনটিতে ক্লিক করুন।এর পরেই আপনি চালান নম্বর, গাড়ির নম্বর এবং ড্রাইভিং লাইসেন্স-এর অপশন পাবেন।ভিহেকল নাম্বার অপশনটিতে ক্লিক করুন।সেখানেই গাড়ির রেজিস্ট্রেশন নাম্বারটি ভরুন।এরপর ক্যাপচা ভরতে হবে।সেখান থেকে Get Detail-অপশনে ক্লিক করুন।সেখান থেকেই জানতে পারবেন আপনার গাড়ির নামে কোনও চালান রয়েছে কিনা।