আজ থেকেই ফের একবার বৃষ্টি শুরু হবে বাংলায়। ঝঞ্ঝার জেরে এই শীতের মরশুমে বেশ কয়েকဣ দফায় ভিজেছে বাংলা। এই আবহে সরস্বতী পুজোর সময় ফের একবার বৃষ্টির কাঁটা বাংলার আকাশে। আজ এবং আগামিকাল উত্তর এবং দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। এদিকে ইতিমধ্যে রাতের তাপমাত্রা বাড়তে শুরু করেছে। দিনের তাপমাত্রাতেও শীতের আমেজ বোঝা যাচ্ছে না। এই আবহে বৃষ্টির কাঁটা দূর হলে শীত ফিরবে কিনা, তা জানা যায়নি।
আবহাওয়া অফিসের পূর্বাভাস, বৃহস্পতিবꦕার ভোরে কুয়াশা থাকলেও বেলায় রোদ উঠবে। আজ কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ২৭ ডিগ্রি এবং ১৮ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করবে। এর আগে বুধবার কলকাতা এবং তার আশপাশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৪ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি।
এদিকে হাওয়া অফিস জানিয়েছে, দুই ২৪ পরগনা, মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা এবং পুরুলিয়া, বাঁকুড়া, মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূমে আজ হালকা বৃষ্টি হতে পারে। আগামীকাল💟 এই এলাকাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পুজোর দিন সকালে হালকা বৃষ্টি হলেও বেলা বাড়তেই বৃষ্টি কমবে বলে জানিয়েছে﷽ আলিপুর আবহাওয়া অফিস। অপরদিকে আজ উত্তরবঙ্গের পাঁচটি জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে হালকা বৃষ্টি হতে পারে। এর মধ্যে দার্জিলিং এবং কালিম্পংয়ে শিলাবৃষ্টি হতে পারে। আগামীকাল উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে। পরশু সরস্বতী পুজোর দিন পর্যন্ত বৃষ্টি জারি থাকবে।