সোমবার সকাল সকাল ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল ইউক্রেনের রাজধানী কিয়েভ। এক সপ্তাহের মধ্যে এই নিয়ে দ্বি🗹তীযꦅ়বারের মতো বিস্ফোরণে কেঁপে উঠল কিয়েভ। মেয়র ভিটালি ক্লিটশকো জানান, মধ্য কিয়েভের শেভচেনকিভস্কি জেলায় বেশ কয়েকটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এই হামলার জেরে। উল্লেখ্য, ওই এলাকা বহু ঐতিহাসিক স্থাপত্য রয়েছে।
এর আগে গত সপ্তাহের শুরুতেই ইউক্রেনে হামলা জোরজদার করেছিল রাশিয়া। গত সপ্তাহে সোমবারও শহরজুড়ে শুধ✨ুই ধোঁয়া আর আগুনের ছবি দেখা যায় কিয়েভে। বিস্ফোরণের জেরে বহু মানুষের মৃত্যু হয়। এদিকেꦿ শুধুমাত্র আবাসিক এলাকাতে মিসাইল হামলা করেই ক্ষান্ত হচ্ছে না রাশিয়া। অভিযোগ উঠেছে, সাধারণ মানুষকে ধর্ষণ করতে জওয়ানদের লেলিয়ে দিচ্ছে রুশ সেনা।
ইউক্রেন যুদ্ধে যৌন হেনস্থার প্রসঙ্গ তুলে রাষ্ট্রসংঘের বিশেষ প্রতিনিধি প্রমিলা প্যাটেন জানান, শুধু মহিলা নন, রুশ শেনার যৌন হেনস্থার শিকার হচ্ছেন বহু ইউক্রেনীয় পুরুষ। বার্তা সংস্থা এএফপিকে প্রমিলা প্যাটেন জানিয়েছেন, এখনও পর্যন্ত যে কয়েকটি ঘটনা সামনে এসেছে তা হিমশৈলের🐟 চূড়া মাত্র। এই বিষয়ে তিনি বলেন, ‘পরিসংখ্যান কখনই বাস্তব চিত্রকে প্রতিফলিত করবে না। কারণ, যৌন হিংসা নীরব অপরাধ। অনেকেই এই ধরণের অপরাধের কথা জানান না।’ রাষ্ট্রসংঘের এক রিপোর্ট অনুযায়ী, রুশ সেনার হাতে নির্যাতিত মানুষদের তালিকায় ৪ বছর বয়সি শিশু থেকে ৮২ বছর বয়সি বৃদ্ধা রয়েছে। দাবি করা হয়েছে, বহু ক্ষেত্রেই সাধারণ মানুষকে তাদের নিকটাত্মীয়র বিরুদ্ধে ঘটে যাওয়া যৌন হেনস্থার ঘটনা দেখতে বাধ্য করা হয়েছে।