গত ৩রা অক্টোবর উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে কৃষকদের অবস্থান বিক্ষোভ কর্মসূচি চলছিল। সেই সময় তাঁদের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। সেই ঘটনায় চারজন কৃষক ও একজন স্থানীয় সাংবাদিকের মৃত্যু হয়। এবার সেই লখিমপুর খেরির ঘটনায় নয়া মোড়। স্পেশাল ইনভেসটিগেশন টিম ইতিমধ্যেই মুখ্য় বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করে জানিয়ে দিয়েছে ১৩জন অভিযুক্তের বিরুদ্ধে খুনের চেষ্টার ধারা আরোপ করা দরকার। গাফিলতিতে এই ঘটনা নয়, এবার এই ঘটনায় একেবারে ৩০৭ ধারা আরোপের আবেদন করল সিট। সিটের তদন্তকারী আধিকারিক গত ৯ই ডিসেম্বর এনিয়ে সিজেএম কোর্টে আবেদন করেছেন। আবেদনে তিনি উল্লেখ করেছেন লখিমপুর খেরির ঘটনা একেবারে পূর্ব পরিকল্পিত ঘটনা। এটা কোনও গাফিলতি বা অবহেলার মতো ঘটনা নয়। একেবারে সুপরিকল্পিত ঘটনা। দাবি সিটের। এবার ২৭৯, ৩৩৮ ও ৩০৪ এ ধারাকে সরিয়ে ৩০৭, ৩২৬ ও ৩৪ ধারা প্রয়োগের ব্যাপারে আবেদন করেছে সিট।এদিকে ইতিমধ্যে পুলিশ এই ঘটনায় ১৩জনকে গ্রেফতার করেছে। তার মধ্যে কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রের ছেলে আশিস মিশ্রও রয়েছে। তাদের সকলকেই লখিমপুর খেরি জেলা সংশোধনাগারে রাখা হয়েছে। এদিকে এলাহাবাদ হাইকোর্টের লখনউ বেঞ্চ ইতিমধ্যেই আশিস মিশ্রের জামিনের আবেদনের পরিপ্রেক্ষিতে পালটা এফিডেভিট দেওয়ার জন্য রাজ্যকে দু সপ্তাহ সময় দিয়েছে। অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেল শুনানির সময় জানিয়েছিলেন এখনও অনেকের সাক্ষী গ্রহণ বাকি থেকে গিয়েছে। এরপরই আদালত রাজ্যকে ২ সপ্তাহ সময় দেয়। গত ৩রা অক্টোবর উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে কৃষকদের অবস্থান বিক্ষোভ কর্মসূচি চলছিল। সেই সময় তাঁদের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। সেই ঘটনায় চারজন কৃষক ও একজন স্থানীয় সাংবাদিকের মৃত্যু হয়। এবার সেই লখিমপুর খেরির ঘটনায় নয়া মোড়। স্পেশাল ইনভেসটিগেশন টিম ইতিমধ্যেই মুখ্য় বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করে জানিয়ে দিয়েছে ১৩জন অভিযুক্তের বিরুদ্ধে খুনের চেষ্টার ধারা আরোপ করা দরকার। গাফিলতিতে এই ঘটনা নয়, এবার এই ঘটনায় একেবারে ৩০৭ ধারা আরোপের আবেদন করল সিট। সিটের তদন্তকারী আধিকারিক গত ৯ই ডিসেম্বর এনিয়ে সিজেএম কোর্টে আবেদন করেছেন। আবেদনে তিনি উল্লেখ করেছেন লখিমপুর খেরির ঘটনা একেবারে পূর্ব পরিকল্পিত ঘটনা। এটা কোনও গাফিলতি বা অবহেলার মতো ঘটনা নয়। একেবারে সুপরিকল্পিত ঘটনা। দাবি সিটের। এবার ২৭৯, ৩৩৮ ও ৩০৪ এ ধারাকে সরিয়ে ৩০৭, ৩২৬ ও ৩৪ ধারা প্রয়োগের ব্যাপারে আবেদন করেছে সিট।এদিকে ইতিমধ্যে পুলিশ এই ঘটনায় ১৩জনকে গ্রেফতার করেছে। তার মধ্যে কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রের ছেলে আশিস মিশ্রও রয়েছে। তাদের সকলকেই লখিমপুর খেরি জেলা সংশোধনাগারে রাখা হয়েছে। এদিকে এলাহাবাদ হাইকোর্টের লখনউ বেঞ্চ ইতিমধ্যেই আশিস মিশ্রের জামিনের আবেদনের পরিপ্রেক্ষিতে পালটা এফিডেভিট দেওয়ার জন্য রাজ্যকে দু সপ্তাহ সময় দিয়েছে। অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেল শুনানির সময় জানিয়েছিলেন এখনও অনেকের সাক্ষী গ্রহণ বাকি থেকে গিয়েছে। এরপরই আদালত রাজ্যকে ২ সপ্তাহ সময় দেয়।|#+|