ওমান উপকূল বরাবর যে তেলের ট্যাঙ্কার উলটে গিয়েছিল, সেটির কর্মীদের এখনও কোনও খোঁজ পাওয়া গেল না। ওমানের প্রতিরক্ষা মন্ত্রকের দ্বারা পরিচাꦺলিত মেরিটাইম সিকিউরিটি সেন্টারের তরফে জানানো হয়েছে যে নিখোঁজ ১৬ জনকে উদ্ধার করতে তল্লাশি অভিযান চলছে। নিখোঁজদের মধ্যে ১৩ জন ভারতের নাগরিক। আর তিনজন হলেন শ্রীলঙ্কান। তবে ঠিক কী কারণে ওমান উপকূল বরাবর সমুদ্রে ওই তেলের ট্যাঙ্কার ডুবে গিয়েছে, তা নিয়ে আপাতত মেরিটাইম সিকিউরিটি সেন্টারের তরফে কিছু জানানো হয়নি। কিন্তু যত সময় পার হচ্ছে, তত উদ্বেগ বাড়ছে।
তেলের ট্যাঙ্কারের বিষয়ে কী জানা যাচ্ছে?
শিপিং ওয়েবসাইট 'মেরিন ট্র্যাফিক ডটকম'-র (marinetraffic.com) তথ্য অনুযায়ী, দুবাইয়ের হামরিয়া বন্দর থেকে 'প্রেস্টিজ ফ্যালকন' নামে ওই তেলের ট্যাঙ্কারটি রওনা দিয়েছিল। ইয়েমেনের বন্💖দর শহর এডেনের দিকে যাচ্ছিল। সেইসময় রাস মাদ্রাকাহের (বন্দর শহর ডুকমের দক্ষিণে ৯০ কিলোমিটার দূরে অবস্থিত) দক্ষিণ-পূর্বে ২৫ নটিকাল মাইল দূরে সমুদ্রে ওই তেলের টꦏ্যাঙ্কার ডুবে গিয়েছে বলে মেরিটাইম সিকিউরিটি সেন্টারের তরফে জানানো হয়েছে।
২০০৭ সালে তৈরি হয়েছিল 'প্রেস্টিজ ফ্যালকন'
শিপিং তথ্য অনুযায়ী, ২০০৭ সালে 'প্রেস্টিজ ফ্যালকন' নামে ওই তেলের ট্যাঙ্কারটি তৈরি করা হয়েছিল। যেটার দৈর্ঘ্য ১১৭ মিটার। বিশেষজ্ঞদের বক্তব্য, স্বল্প দূরত্বের সমুদ্রপথ পাড়ি দিতে সাধারণত এরকম ছোট আকৃতির তেলের ট্যাঙ্কার ব্যবহার করা হয়ে থাকে। আর 'প্রেস্টিজ ফ্যালকন' যে হামরিয়া বন্দর থেকে ছেড়েছিল, সেখান থেকে এডেনের দূরত্ব হল প্রায় ২,৭০০ কিলোমিটার। 'মেরিন 🐠ট্র্যাফিক ডটকম'-র তথ্য অনুযায়ী, চারদিন আগে শেষবার ওই জাহাজের ‘লোকেশন’ আপডেট হয়েছিল।
তেল কি সমুদ্রে পড়েছে?
সংবাদসংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, মেরিটাইম সিকিউরিটি সেন্টারের তরফে জানানো হয়েছে যে তে🙈লের ট্যাঙ্কারটি জলের তলায় আছে। উলটে রয়েছে সেটি। তবে ওই তেলের ট্যাঙ্কার তেল বা তৈলজাতীয় প♊দার্থ চুঁইয়ে সমুদ্রে পড়েছে কিনা, সে বিষয়ে মেরিটাইম সিকিউরিটি সেন্টারের তরফে কিছু জানানো হয়নি। আপাতত ওমানের তরফে তল্লাশি অভিযান চলছে বলে জানানো হয়েছে।