অপরাধমূলক অবমাননার দায়ে এক আইনজীবীকে দোষী সাব্যস্ত করল 💞গুয়াহাটি হাইকোর্ট। তাঁর বিরুদ্ধে এক মহিলা জুডিশিয়াল অফিসারকে অবমাননাকরভাবে ‘ভস্মাসুর’ এর সঙ্গে তুলনা করার অভিযোগ রয়েছে। পৌরাণিক চরিত্র ভস্মাসুর নামক দানবের সঙ্গে বিচারপতির তুলনা টানার ঘটনা ঘিরে গুয়াহাটি হাইকোর্ট কঠোর পদক্ষেপ নিয়েছে আইনজীবীর বিরুদ্ধে।
ইতিমধ্যেই এই মামলায় দোষী সাব্যস্ত হওয়া ওই আইনজীবী উৎপল গোস্বামীকে বিচারপতি কল্যাণ রাই সুরানা ও দেবাশিস বরুয়ার বেঞ্চ জামিনে মুক্তি দিয়েছে। ৯ মার্চ তিনি জামিনে মুক্তি পেয়েছেন। ১০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে তিনি জামিন পান। কোর্ট জানিয়েছে, দোষী সাব্যস্ত আইনজীবীর বিরুদ্ধে পরবর্তী শুনানি ২০ মার্চ। কোর্ট নিজের নির্দেশে জানিয়েছে, ‘পেশায় আইনজীবী উৎপল গোস্বামীর বিরুদ্ধে রয়েছে অপরাধমূলক অবমাননার ধারা, আদালত অবমাননা ১৯৭১ আইনের ১৪ নম্বর ধারায় প্রেক্ষিতে তাঁর হলফনামা তাঁর প্রতিরক্ষার সমর্থনে দায়ের হয়েছে ১৭ জানুয়ারি, প্যারাগ্রাফ ৫ ও ৬ তে অবমাননাকারী দোষী সাব্যস্ত হয়েছেন।’ কোর্ট জানিয়েছে, তিনি এই বিষয়ে অবহিত হয়েছেন যে, কোর্টের ম্যাজিস্ট্রেট ও কোর্টের বিচারপতিদের সংরক্ষিত করা আবশ্যিক, যা মানব সমাজের শান্তি, শৃঙ্খলা, সম্প্রীতি ও প্রশান্তি প্রতিষ্ঠার মাধ্যমে সুরক্ষিত। উল্লেখ্য, ওই আইনজীবী জুডিশিয়াল অফিসারের বিরুদ্ধে তাঁর গহনা পরার ধরন, আইনজীবীদের ওপর দাপট দেখানো সংক্রান্ত বিষয়ে পর পর অভিযোগ তোলেন। আইনজীবীর অভিযোগ, ওই মহিলা জুডিশিয়াল অফিসার কোর্টে আইনজীবীদের ওপর দাপট দেখান, অভিযোগ এও রয়েছে, যে তিনি আইনজীবীদের কথা শোনেন না। এই অভিযোগ তুলে ধরতে গিয়েই মহিলা জুডিশিয়াল অফিসারের বিরুদ্ধে ওই অবমাননাকর শব্দটি ব্যবহার করেন আইনজীবী উৎপল গোস্বামী। ( Video: কাশ্মীর ইস্যুতে UN-🐼এ 'ডাহা ফেল' পাকিস্তান? কার্𒁏যত মেনে নিলেন বিলাওয়াল)