অন্ধ্রপ্রদেশের শাসক দল ট🤪িডিপির বিরুদ্ধে হিংসা সহ একাধিক অভিযোগ তুলে দিল্লির যন্ত্রর মন্তরে ধর্নায়♓ বসেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ওয়াইএসআরসিপির প্রধান জগনমোহন রেড্ডি। এতদিন তিনি এনডিএ অথবা ইন্ডিয়া জোট থেকে দূরত্ব বজায় রেখেছিলেন। তবে বুধবার জগনের ধর্না মঞ্চে দেখা গেল ইন্ডিয়া জোটের নেতাদের। জগনের বিক্ষোভে কংগ্রেসের কোনও প্রতিনিধি না থাকলেও সমাজবাদী পার্টি থেকে শুরু করে তৃণমূল কংগ্রেস, শিবসেনা এবং আপের প্রতিনিধিদের দেখা গেল।
আরও পড়ুন: ‘স্বৈরশাসকের মতো♐’- YSRCP-র অফিস ভেঙে ফেলা নিয়ে চন্দ্রবাবুকে কটাক্ষ জগনের
সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব এবং রামগোপাল যাদব, তৃণমূল কংগ্রেসের ☂নাদিমুল হক, শিবসেনার (ইউবিটি) সঞ্জয় রাউত এবং প্রিয়াঙ্কা চতুর্বেদী, আপের বিধায়ক রাজেন্দ্রপাল গৌতমকে এদিন জগন মোহনের বিক্ষোভ মঞ্চে যোগ দেন। এছাড়াও এআইএডিএমকের নেতাদেরও দেখা গিয়েছে মঞ্চে। এদিনের বিক্ষোভ কর্মসূচি থেকে ওয়াইএসআরসিপিকে ইন্ডিয়া জোটে যোগ দেওয়ার আহ্বান জানান বিরোধী নেতারা। আপ বিধায়ক রাজেন্দেপাল জগন মোহন রেড্ডির উদ্দেশ্যে বলেন, ‘শাসক দলের গণতন্ত্রবিরোধী মনোভাবের মোকাবেলা করার জন্য এখন ওয়াইএসআরসিপির ইন্ডিয়া জোটে যোগদানের সঠিক সময়।’
উল্লেখ্য, ওড়িশায় দীর্ঘ দুদশকেরও বেশি সময় ধরে চলা নবীন পট্টনায়েকের সাম্রাজ্যের পতন ঘটেছে। যদিও ভোটের আগে বিজেডি অথবা ওয়াইএসআরসিপি শাসক বা বিরোধী জোট থেকে দূরত্ব বজায় রেখেছিল। তবে বিজেপির কাছে ৪ জুন পরাজয়ের পর বিজেডি ইন্ডিয়া ব্লকের সঙ্গে যোগ 🧸দেওয়ার কথা ঘোষণা করে। এদিকে, অন্ধ্রপ্রদেশেও লোকসভা ও বিধানসভা ভোটে ভরাডুবি হয়েছে ওয়𒁃াইএসআরসিপির। বর্তমানে দলটির ১১ জন রাজ্যসভার সদস্য এবং ৪ জন লোকসভা সাংসদ রয়েছে। তবে এখনও পর্যন্ত দলের তরফে ইন্ডিয়া জোটে যোগ দেওয়ার বিষয়ে কোনও ইঙ্গিত মেলেনি। এই অবস্থায় আগামী দিনে কি দলটি ইন্ডিয়ার সঙ্গে যোগ দেবে? সে দিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল।
এদিনের ধর্♋নায় বক্তৃতা রাখতে গিয়ে অখিলেশ যাদব বলেন, ‘ছবি ও ভিডিয়ো না দেখলে আমি সত্য জানতে পারতাম না। ক্ষমতায় থাকা ব্যক্তিদের সরলতা বজায় রাখা উচিত, অন্যের কথা শোনা উচিত এবং তাদের জীবন কেড়ে নেওয়া উচিত নয়।’ সঞ্জয় রাউত এই ঘটনায় নিরপেক্ষ তদন্ত করার আহ্বান জানিয়েছিলেন। এছাড়াও অন্যান্য নেতারা বিষয়টি নিয়ে অন্ধ্র ꦯপ্রদেশের রাজ্যপাল এবং সুপ্রিম কোর্টে আবেদন জানানোর জন্য অনুরোধ করেছেন।
এদিকে, এদিনের ঘটনার পরিপ্রেক্ষিতে টিডিপি সাংসদরা একটি সংবাদ সম্মেলন করেছেন। তাঁরা জোগন মোহন রেড্ডির বিরুদ্ধে বিমুখ রাজনীতিꦚ করার অভিযোগ তুলেছেন। দলের সাংসদ বি নাগারাজু বলেছেন, জগন দিল্লিতে এসেছেন বিমুখ রাজনীতি করতে। তিনি তাঁ🍌কে দিল্লিতে প্রতিবাদ না করে অন্ধ্রপ্রদেশ বিধানসভায় সমস্যাগুলি উত্থাপন করার আহ্বান জানান।