অন্ধপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ওয়াইএসআরসিপি প্রধান জগন মোহন রেড্ডির দলের নির্মীয়মাণ পার্টি অফিস ভেঙে ফেলেছে রাজ্য সরকার। এই নিয়ে এখন তোলপাড় রাজ্য রাজনীতি। এই ঘটনার তীব্র নিন্দা করেছেন জগন মোহন। তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর বিরুদ🌳্ধে প্রতিহিংসার রাজনীতির অভিযোগ তুলেছেন। একই সঙ্গে টিডিপি নেতাকে ‘স্বৈরাচারী’ বলে উল্লেখ করেছেন।
আরও পড়ুন: অন্ধ্রে TDP ঝড়ে ধরাশায়ী YSRCP, জনগণের হয়ে কাজ করে যাওয়ার বার্🐲তা জগন মোহনের
অন্ধপ্রদেশের তাদেপল্লীতে ওয়াইএসআরসিপির ওই পার্টি অফিসটি নির্মাণ হচ্ছিল। সেই কাজ প্রায় শেষের দিকে। তবে শনিবার ভোর সাড়ে ৫ টা নাগাদ বুলডোজার চালিয়ে সেই পার্টি অফিস ভেঙে ফেলে অন্ধপ্রদেশ সরকার। এপ্রসঙ্গে জগ✨ন মোহন রেড্ডি নিজের এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রীকে নিশানা করে বলেন, ‘চন্দ্রবাবু প্রতিহিংসার রাজনীতিকে পরবর্তী স্তরে নিয়ে গিয়েছেন। একজন স্বৈরাচারী শাসকের মতো তিনি ওয়াইএসআরসিপির নির্মীয়মাণ কেন্দ্রীয় কার্যালয়কে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছেন।’
উল্লেখ্য, শনিবার মহ্গলাগিরি-তাদেপল্লী পুরসভার তরফে বুলডোজার দিয়ে কার্যালয়টি ভেঙে দেওয়া হয়। এর আগে বিরোধী দলকে অবৈধ নির্মাণের জন্য নোটিশ জারি করেছিল ক্যাপিটাল রিজিওন ডেভেলপমেন্ট অথরিটি। তারপরই শুক্রবার ওয়াইএসআরসিপি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল। তবে হাইকোর্ট নির্মীয়মাণ কার্যালয়টি ভাঙার ওপরে স্থগিতাদেশ দিয়েছিল। তারপর💮েও অফিস ভেঙে ফেলায় আদালত অবমাননার অভিযোগ তুলেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।
পড়ুনঃ মোদীই আমাদের জোটের নেতা, লিখলেন চন্দ🐈্রবাবু, শরিকদের নিয়ে গ্র🉐ুপ ফটো শেয়ার নমোর
তিনি অভিযোগ করেছেন, টিডিপি, বিজেপি এবং অন্যান্য দলের সমন্বয়ে গঠিত এনডিএ সরকারের অধীনে দক্ষি𒐪ণী রাজ্যে আইন ও বিচার ব্যবস্থা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। একইসঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়েছেন, বিরোধীরা প্রতিহিংসার রাজনীতিতে ভয় পায় না।
যদিও টিডিপির তরফে দাবি করা হয়েছে, ওই নির্মাণটি অবৈধ ছিল। সেই কারণে নিয়ম মেনেই সেটি ভেঙে ফেলা হয়েছে। টিডিপি নেতা পট্টভী রাম কোমারেডඣি জানান, চন্দ্রবাবু নাইডু কখনও রাজনৈতিক প্রতিহিংসার পথ অনুসরণ করেননি। আইন অনুযায়ী যে কোনও অবৈধ নির্মাণ ভেঙে ফেলা প্রয়োজন। ওয়াইএসআরসিপি ক্যাপিটাল রিজিওন ডেভেলপমেন্ট অথরিটির কাছ থেকে কোনও অনু♎মতি না নিয়েই বেআইনিভাবে কার্যালয় তৈরি করছিল। তাই সেটি ভেঙে ফেলা হয়েছে। এর সঙ্গে রাজনৈতিক প্রতিহিংসার কোনও সম্পর্ক নেই।