চন্দ্রবাবু নাইডু কি কেন্দ্রের এনডিএ জোটের মধ্য়ে থাকবেন? নীতীশ কুমারের দল কি আদৌ য🔜োগ দেবে? বুধবার দিনভর এনিয়ে নানা চর্চা। তবে এনিয়ে এক্স হ্যান্ডেলে লিখেছেন এন চন্দ্রবাবু নাইডু।
এন চন্দ্রবাবু নাইডু কী লিখলেন ?
তিনি লিখেছেন, দেশের মানুষের জনাদ꧟েশকে সম্মান জানিয়ে সমস্ত এনডিএ শরিক সর্বসম্মতভাবে নরেন্দ্র মোদীকে জোটের নেতা হিসাবে মেনে নিয়েছি। দিল্লিতে একটি মিটিংয়ে এনিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁর যোগ্য নেতৃত্বে আমরা এটা নিশ্চিত করতে পারব যে আমাদের দেশ বিশ্ব নেতা হিসাবে এগিয়ে যেতে পারবে।
কার্যত সব জল্পনার অবসান। একদিকে ইন্ডিয়া জোটের নেতৃত্ব মিটিংয়ে বসেছিলেন । তেমনি এনডিএ শরিকরাও এদিন বৈঠকে বসেন। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে মিটিংয়ের প্রসঙ্গে জানিয়েছেন। মোদীর রাজনৈতিক হার নয়, নৈতিক হার হয়েছে বলে দা�𒉰�বি করা হচ্ছে ইন্ডিয়া জোটের তরফে।
ইন্ডিয়া জোটের মিটিংয়ে কী হল?
মিটিং শেষে কংগ্রেস প্রেসিডেন্ট মল্লিকার্জুন খাড়গে জানিয়েছেন, ইন্ডিয়া ব্লক ভারতবাসীকে অভিনন্দন জানাচ্ছে। মানুষের জনাদেশ বিজেপিকে যোগ্য জবꦯাব দিয়েছ༺ে। তাদের ঘৃণা, দুর্নীতির বিরুদ্ধে এই জবাব। ভারতের সংবিধানকে রক্ষা করা, মূল্যবৃদ্ধিকে রুখে দেওয়া, বেকারত্ব ও পুঁজিবাদের বিরুদ্ধে মানুষ ভোট দিয়েছেন। গণতন্ত্রকে বাঁচানোর জন্য় এই লড়াই। মোদীর নেতৃত্বে যে ফ্য়াসিস্ট সরকার তার বিরুদ্ধে ইন্ডিয়া জোটের লড়াই জারি থাকবে।
মোদী ব্র্যান্ড কার্যত শেষ। কিন্তু সরক🔜ার গঠনের রাস্তায় এখনই হাঁটতে নারা🐓জ ইন্ডিয়া জোট। এমনটাই ইন্ডিয়া জোটের আলোচনায় উঠে এসেছে।
তবে এখনই সরকার গঠনের🌟 চেষ্টা করবে না ইন্ডিয়া ব্লক। সঠিক সময়ে সঠিক সুযোগের জন্য় অপেক্ষা করবে 🍸ইন্ডিয়া ব্লক। তবে ফ্য়াসিস্ট বিজেপির বিরুদ্ধে ইন্ডিয়া ব্লক লড়াই চালিয়ে যাবে।
এনডিএ কী করল?
নীতীশ কুমার ও চন্দ্রবাবু নাইডুকে নিয়ে রাষ্ট্রপতি ভবনে যাবেন বিজেপি ꧒নেতৃত্ব। সরকার গঠনের যাবতীয় প্রক্রিয়া দ্রুত শেষ করতে চান তাঁরা। ৮ জুন হতে পার🐬ে মোদীর শপথ।
মোদী কী লিখলেন?
অন্যদিকে এনডিএ বৈঠক শেষে মোদী এক্স হ্যান্ডেলে লিখেছেন, আমাদের এনডিএ শরিকদের সঙ্গে🦂 বৈঠক হয়েছে। আমাদের এটা একটা জোট। আমরা জাতীয় উন্নতিতে ও আঞ্চলিক ইচ্ছা পূরণে কাজ করে যাব। আমরা ১৪০ কোটি ভারতবাসীর উন্নতিতে ও একটি বিকশিত ভারত তৈরিতে চেষ্টা চালিয়ে যাব। লিখেছেন মোদী। সেই সঙ্গে যে ছবি তিনি পোস্ট করেছেন তাতে দেখা যাচ্ছে, মোদী, অমিত শাহ, জেপি নড্ডার সঙ্গে একই সারিতে নীত𒈔ীশ কুমার, এন চন্দ্রবাবু নাইডু রয়েছেন।