প্রায় তিম মাস ধরে ৯জন ভারতীয় নাবিককে আটকে রাখা হয়েছিল লিবিয়াতে। লিবিয়াতে মিলিশিয়া বাহিনী তাদের আটকে রেখেছিল বলে অভিযোগ। একটি মার্চেন্ট ভেসেꦏলে ক্রু মেম্বার হিসাবে তাঁরা ছিলেন। তবে তাঁদের মুক্তি দেওয়া হয়েছে বলে খবর।
এম.টি মায়া ১ জাহাজের ক্রু মেম্বার হিসাবে তাঁরা ছিলেন।ꦅ তাদের জাহাজ লিবিয়ার উপকূলে ভেঙে পড়েছিল। এরপর তাদের স্থা🍨নীয় মিলিশিয়া গ্রুপ আটক করে। গত ১৫ ফেব্রুয়ারি কোনওরকমে তারা ভারতীয় দূতাবাসের কাছে খবর পাঠান।
এই জাহাজের মালিক আসলে একটি গ্রিক কোম্পানি। তারা জাহাজে ক্যামেরুনের পতাকা ব্যবহার করতেন। মালটা থেকে লিবিয়ার ত্রিপোলির দিকে যাচ্ছিলেন তারা । জাহাজে ছিল তৈল সামগ্রী। এদিকে সেই কার্গো জাহাজটি বিকল হয়ে যায় লিবিয়া উপকূলের✨ কাছে। তারপরই তারা সেনা মিলিশিয়া ত𒈔াদের আটক করে।
এরপর টিউনিসে ভারতীয় মিশন বিষয়টি জান🌄তে পারেন। তাদের যেন নিরাপদে ছেড়ে দেওয়া হয় সেব্যাপারে তারা লিবি𒀰য়ার সরকারকে অনুরোধ করে। এদিকে প্রতি সপ্তাহে ইন্ডিয়ান মিশনের প্রতিনিধিরা ওই ভারতীয় নাবিকদের সঙ্গে দেখা করতেন। তাদের খাওয়া দাওয়ার কোনও সমস্যা হচ্ছে কি না সেটা তারা খোঁজখবর নিতেন।
সূত্রের খবর, গত ৩১ মে তাদের মুক্তি দেওয়া হয়েছে। তারা ত্রিপোলি গিয়েছেন। টিউনিসিয়ার ভারতীয় রাষ্ট্ꦚরদূত তাঁদেরকে রিস🔴িভ করেছেন।
ভিসা সংꦦক্রান্ত কাজ মেটানো পর্যন্ত তাঁদের হোটেলে রাখা হয়েছে। ৯জন ভ👍ারতীয় ক্রু মেম্বাররা উত্তরপ্রদেশ, রাজস্থান, পশ্চিমবঙ্গ, হিমাচল প্রদেশ ও গুজরাটের বাসিন্দা।
বিদেশ মন্ত্রক ও ভারতীয় মিশন ওই ভারতীয়দের মুক্তি সংক্রান🧔্ত ব্যাপারে তাঁদের পরিবারকে সবসময় অবহিত করছে।