এসি এবং বিভিন্ন ইলেক্ট্রনিক সামগ্রী প্রস্তুতকারক সংস্থা ভোল্টাসে অংশীদারিত্ব বাড়াল এলআইসি। আগে ভোল্টাসে এলআইসি-র অংশীদারিত্ব ছিল ৬.৮৬২ শতাংশ। এখন তা বেড়ে হয়েছে ৮.৮৮৪ শতাংশ। অর্থাৎ, ভোল্টাসের ২.০২ শতাংশ শেয়ার নতুন করে কিনেছে এলআইসি। বর্তমানে ভোল্টাসের ২ কোটি ৯৩ লাখ ৯৫ হাজা♈র ২২৪টি শেয়ারের মালিক এলআইসি। উল্লেখ্য, ভোল্টাসের মালিক হল টাটা সন্স।
এলআইসি জানিয়েছে, ১০ অগস্ট থেকে ৪ নভেম্বরের মাঝে ভোল্টাসের ২ শতাংশ শেয়ার কিনেছে তারা। প্রতিটি শেয়ার গড়ে ৯৪৮ টাকা ৩১ পয়সা দরে কিনেছে এলআইসি। গত শুক্রবার বাজারে লেনদেন শেষ হওয়ার সময় ভোল্টাসের শেয়ারের দাম ছিল ৮৪৪ টাকা ৮৫ পয়সা। সোমবার সেই শেয়ারের দাম ১.২৪ শতাংশ পড়ে হয় ৮৩৪ টাকা ৪০ পয়সা। বর্তমানে ভোল্টাসের বাজার মূল্য বা মার্কেট ক্যাপিটাল হল ২৭ হাজার ৬০🔜৯ কোটি টাকা। এদিকে সোমবার এলআইসির শেয়ার দর ০.৮৪ শতাংশ বেড়ে হয় ৬৩৩ টাকা ৩০ পয়সা। 🃏এলআইসির বাজার মূল্য হল ৪ লক্ষ কোটি টাকা।
ভোল্টাস দেশীয় এবং আন্তর্জাতিক উভয় বাজারে ইপিসি ঠিকাদার হিসাবে শীতাতপনিয়ন্ত্রণ, রেফ্রিজারেশন, ইলেক্ট্রো-মেকানিক্যাল প্রকল্পের ব্যবসায় নিযুক্ত রয়েছে। ১৯৫৪ সালে ভোলকার্ট ব্রাদারসের সঙ্গে মিলে এই সংস্থা প্রতিষ্ঠা করেছিল টাটা সন্স। বুর্জ খালিফা, ফেরারি ওয়ার্ল্ড থিম পার্কের মতো জায়গায় শীতাতপনিয়ন্ত্রণের দায়িত্বে রয়েছে ভোল্টাস। এদিকে তুরস্কের আর্ডাচ সংস্থার সঙ্গে মিলে ‘বেকো’ ব্র্যান্ডেও ইলেক্ট্রনিক পণ্য তৈরি করছে ভোল্টাস। স্পেনের জনপ্রিয় ফুটবল ক্লাপ বার্সেলোনার স্পন্সর ছিলꦜ ‘বেকো’। বর্তমানে ভোল্টাসের চেয়ারম্যান হলেন নোয়েল টাটা এবং সংস্থার এমডি তথা সিইও হলেন প্রদীপ বক্সী।