২ বছর আগে শেয়ার বাজারে আত্মপ্রকাশ। তারপর থেকে ক্রমেই পা পিছলে বিনিয়োগকারীদের কাঁদিয়েছিল এলআইসি। তবে গতবছর থেকে ঘুরে দাঁড়াতে শুরু করে সংস্থার শেয়ার। ছুটতে ছুটতে এলআইসি এখন আইপিও-র রেটকে ছাপিয়ে গিয়েছে ইতিমধ্যেই। আর সোমবার প্রথমবারের মতো ১০০০ টাকার গণ্ডি ছাড়ায় এলআইসির শেয়ার দর। তবে গতকাল বাজারের লেনদেন শেষ হতে হতে ফের ১০০০ টাকার কিছুটা নেমে যায় এলআইসির রেট। অবশ্য, মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারি শেয়ার বাজারের লেনদেন চালু হতেই মিনিটের মধ্যে এলআইসির শেয়ারের দাম ফের ১০০০-এর গণ্ডি ছাড়িয়ে যায়। এই আবহে আজ সারা দিনে এলআইসির শেয়ারের গ্রাফ কোনদিকে যায়, সেদিকে নজর থাকবে বিনিয়োগকারীদের। (আরও পড়ুন: এবার জিও-র পকেটে পেট🍎িএম ꦰওয়ালেট? শেয়ার দর ১৫% চড়তেই সত্যিটা বলল আম্বানির সংস্থা)
আরও পড়ুন: কৃষ্ণ জন্মভূমি মামলায় নয়া মোড়, 'মথুরায় মন𒊎্দির ভেঙে মসজিদ', 🌠জানাল ASI
সোমবার একটা সময়ে ৯ শতাংশের ওপরে বৃদ্ধি পেয়েছিল এলআইসির শেয়ারের দাম। একটা সময়ে ১০২৮ টাকায় পৌঁছে গিয়েছিল এলআইসির দাম। তবে বাজারের লেনদেন শেষ হতে হতে কিছুটা পড়ে যায় এলআইসির দর। এই আবহে সোমবার, ৫ ফেব্রুয়ারি শেয়ার বাজারের ক্লোজিং বেলের সময় এলআইসির শেয়ার দাঁড়িয়ে ছিল ৯৯৫ টাকা ৭৫ পয়সায়। গত শুক্রবারের তুলনায় সোমবার ক্লোজিং বেলে এলআইসির শেয়ারের দাম ৫.৩২ শতাংশ বেশি ছিল। গত শুক্রবারের তুলনায় গতকাল এলআইসির শেয়ারের দাম বৃদ্ধি পায় ৫০ টাকা ৩০ পয়সা। এর আগে গত শুক্রবার এলআইসির শেয়ারের দাম ছিল ৯৪৫ টাকা। আর সোমবার সেটা ১০০০ টাকার গণ্ডি ছাড়িয়ে গিয়েছিল একটা সময়ে। আর মঙ্গলে শেয়ার বাজার খুলতেই মিনিটের মধ্যে এলআইসির শেয়াꦏরের দাম ফের ১০০০-এর গণ্ডি ছাড়িয়ে যায়।
২০২২ সালের ১৭ মে শেয়ার বাজারে অভিষেক ঘটেছিল এলআইসি-র। সেদিন এলআইসি-র শেয়ারের দাম ছিল ৮৭৫.২৫ টাকা। এদিকে এলআইসির শেয়ারের ইস্যু রেট ছিল ৯৪৯ টাকা। তবে অভিষেকের পর থেকে ক্রমেই পতন হয়েছে এলআইসি-র শেয়ারের। একটা সময়ে ৫৩০ টাকায় নেমে গিয়েছিল এলআইসি। এরপর থেকে প্রথমবারের মতো ২০২৪ সালের ১৭ জানুয়ারি ৯০০ টাকার গণ্ডি ছাড়িয়ে যায় লাইফ ইনস্যুরেন্স কর্পোরেশনের শেয়ারের দর। সেই সময়ই সংস্থ🃏াটির বাজারমূল্য 𒐪স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে ছাপিয়ে গিয়েছিল। আর ২০২৪ সালের ৩০ জানুয়ারি এলআইসি-র শেয়ার নিজের আইপিও রেটকে ছাপিয়ে যায়।
এর আগে ২০২৩ সালের নভেম্বর থেকেই এলআইসি-র শেয়ার দর ঊর্ধ্বমুখী হতে শুরু করেছিল। নভেম্বরে ১২ শতাংশ দাম বেড়েছে 🅺এলআইসি-র শেয়ারের। এরপর ডিসেম্বরে এআইসির শেয়ার দর বাড়ে ২২.৫২ শতাংশ। আর জানুয়ারির প্রথম দুই সপ্তাহে এলআইসি-র শেয়ার দর বেড়েছে ৭.৫১ শতাংশ। আর ২০২৩ সালের মার্চ থেকে দেখতে গেলে ২০২৪ সালের জানুয়ারির শেষ পর্যন্ত এলআইসি-র শেয়ার দর বেড়েছে প্রায় ৭৫ শতাংশ। আর ফেব্রুয়ারিতেও সেই গ্রাফ ঊর্ধ্বমুখী।