দিন কয়েক আগে দাম বৃদ্ধির রেশ এখনও কাটেনি। তারইমধ্যে রবিবার মধ্যরাত থেকে আবারও বাড়ল ১৪.২ কিলোগ্রাম ভর্তুকিহীন রান্নার গ্যাস সিলিন্ডারের দাম। তার ফলে ডিসেম্বর থেকে গ্যাসের দাম বেড়েছে ২২৫ টাকা। শুধু ফেব্রুয়ারিতে 𓃲তিন দফায় ১২৫ টাকায় দামী হয়েছে রান্নার গ্যাস।
ইন্ডিয়ান অয়েলেꩵর তরফে জানানো হয়েছে, মার্চের পয়লা তারিখ থেকে কলকাতায় ১৪.২ কিলোগ্রাম ভর্তুকিহীন এলপিজি সিলিন্ডারের দাম ২৫ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৮৪৫ টাকা ৫০ পয়সা। একইভাবে দিল্লি এবং মুম্বইয়ে ভর্তুকিহীন সিলিন্ডারের দর দাঁড়িয়েছ💃ে যথাক্রমে ৮১৯ টাকা এবং ৮২৩ টাকা। চেন্নাইয়ের রান্নার গ্যাস কিনতে গ্রাহকের পকেট থেকে খসবে ৮৩৫ টাকা।
দিনচারেক আগেই গত ২৫ ফেব্রুয়ারি গ্যাসের দাম বেড়েছিল ২৫ টাকা। গত ৪ এবং ১৪ ফেব্রুয়ারিতেও বেড়েছিল দর। জানুয়ারিতে ভর্তুকিহীন রান্নার গ্যাসের দরের কোনও হেরফের না হলেও ডিসেম্বরে দু'দফায় ১০০ টাকা দামী হয়েছিল গ্যাস। তার ফলে গত💫 ৩০ নভেম্বর কলকাতায় যে ভর্তুকিহীন ১৪.২ কিলোগ্রাম সিলিন্ডারের দাম ছিল ৬২০ টাকা ৫০ পয়সা, তা এখন ৮৫০ টাকার কাছে পৌঁছে গিয়েছে। তার ফলে স্বভাবতই প্রশ্ন উঠছে, মার্চে কি এক দফায় দাম বেড়েছে থমকে যাবে নাকি ফেব্রুয়ারির পুনরাবৃত্তি হবে? তবে কেউ কেউ আবার মনে করিয়ে দিচ্ছেন, মার্চের শেষ লগ্নে পশ্চিমবঙ্গ-সহ চার রাজ্য এবং পুদুচেরিতে বিধানসভা ভোট আছে।
অন্যদিকে, ভর্তুকিহীন ১৯ কিলোগ্রাম সিলিন্ডারের দামও বেড়েছে। বাণিজ্যিক সিলিন্ডার কিনতে আজ (সোমবার⭕) থেকে কলকাতায় গুনতে হবে ১৬৮১ টাকা ৫০ পয়সা। অর্থাৎ দর বেড়েছে ৯৭ টাকা ৫০ পয়সা।