বাইককে ভেবেছিল𝓀েন পুষ্পক রথ। উড়িয়ে উড়িয়ে চালাতে গিয়েই ঘটে গেল বড় দুর্ঘটনাটা। ব্রিজের উপর দিয়ে দ্রুত গতিতে বাইক চালাতে গিয়ে ৬০ ফুট নীচে পড়ে গেল যুবক। ভাইরাল হল ভিডিয়ো। যদিও এ ক্ষেত্রে সরকারি কর্মকর্তা💯দেরই দোষ দেখছেন এলাকাবাসী।
মধ্যপ্রদেশের বুরহানপুর জেলার নেপানগর রেলওয়ে স্টেশন ওভারব্রিজে এই দুর্ঘটনা ঘটেছে। সামনের চাকায় যান্ত্রিক ত্রুটির কার💦ণে বাইক আরোহী একটি সেতুর ডিভাইডারের সঙ্গে ধাক্কা খায়। ওই বাইকে ছিলেন দুইজন আরোহী। সংঘর্ষের পর বাইকের যাত্রী আসনে বসা ব্যক্তি ৬০ ফুট উঁচু ব্রিজ থেকে পড়ে ব্রিজের নীচের একটি বাড়ির ছাদেই পড়ে যান। দুর্ঘটনার পর বিকট শব্দ কানে এসেছিল উপস্থিত আমজনতার এবং তারপরেই ঘটন♛াস্থলে ভিড় জমে যায়। এরপরেই ব্রিজের নীচের একটি বাড়ির ছাদে দুর্ঘটনার কবলে পড়া বাইক আরোহীর শুয়ে থাকার একটি ভিডিয়ো বেশ ভাইরাল হয়ে গিয়েছে।
- ভাইরাল ভিডিয়োটি দেখুন এখানে
এ প্রসঙ্গে ওই নেপানগর রেলওয়ে ওভারব্রিজের নীচের বাড়ির মালিক কৈলাশ পাথারিয়া জানিয়েছেন, ওভারব্রিজে দুর্ঘটনার সময় তাঁর বাড়িতে বসে চা পান করছিলেন। সেই সময় তাঁর বাড়ির ছাদ থেকে বিকট শব্দ শোনা গিয়💝েছিল। তাঁর দাবি, 'আমরা বাড়ির সবাই বাইরে গিয়ে দেখলাম ওই যুবক পড়ে রয়েছেন। বিকট শব্দ শুনে লোকজন ছাদ থেকে নেমে আসা যুবক🎃কে বাঁচাতে বাড়ির দিকে ছুটে এসেছিলেন। ঘটনাস্থলে উপস্থিত লোকজন ছাদে উঠে ওই যুবককে নামিয়ে চিকিৎসার জন্য নেপানগরের কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে গিয়েছিলেন।
আহতের নাম বিজয় মহাজন বলে জানা গিয়েছে। তিনি বলওয়াদা গ্রামের বাসিন্দা। বন্ধু অজয় চৌকসের সঙ্গে বাইকে করে বাড়ি ফিরছিলেন তিনি। জানা গিয়েছে, মঙ্গলবার বিকেল ৫টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে। অজয় চৌকসে হাতে ও কোমরে আঘাত�🔴� পেয়েছেন।
- বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে সহজেই
প্রসঙ্গত, মধ্য প্রদেশের নেপানগর রেলওয়ে ওভারব্রিজের উচ্চতা প্রায় ৬ꦦ০ ফুট। ভাগ্যবশত ডিভাইডারে ধাক্কা খেয়ে ওই যꦓুবক ব্রিজের নীচে কোনও বৈদ্যুতিক তারে পড়ে যাননি, এটাই সবচেয়ে বড় বিষয়। তাই বড় ধরনের দুর্ঘটনাও এড়ানো গিয়েছে। সরকারি কর্মকর্তারা ওভারব্রিজ নির্মাণের পর গার্ডেল নির্মাণ করলে এ দুর্ঘটনা এড়ানো যেত বলে মনে করছেন সাধারণ মানুষ। ভবিষ্যতে যাতে এ ধরনের দুর্ঘটনা না ঘটে সেজন্য গার্ডরেল বসানোর জন্য দায়িত্বরত কর্মকর্তাদের কাছে দাবিও জানিয়েছেন এলাকাবাসী।