দীর্ঘদিন ধরেই ভারতীয় রাজনীতিতে তোলপাড় চলছে মহাদেব বেটিং অ্যাপকে ঘিরে। গত একবছর ধরে এই অ্যাপ নিয়ে তদন্ত করছে ইডি। উদ্ধার হয়েছে ৪৫০ কোটি টাকা। সম্প্রতি এই বেটিং অ্যাপ দুর্নীতি কাণ্ডে নাম জড়িয়েছে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের। এত কিছুর পর🔜 গতকাল মহাদেব বেটিং অ্যাপকে নিষিদ্ধ করল কেন্দ্রীয় সরকার। সঙ্গে আরও ২১টি বেটিং অ্যাপকেও নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। আইটিও আইনের ৬৯ নং ধারার অধীনে এই অ্যাপগুলিকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। জানা গিয়েছে, ইডি এই অ্যাপগুলিকে ব্লক করার সুপারিশ করেছিল সরকারের কাছে।
এদিকে মহাদেব অ্যাপ 🌺নিষিদ্ধ ঘোষণার পরে ছত্তিশগড় সরকারকে তোপ দেগেছেন কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর। তিনি বলেন, 'এত বছরে মহাদেব বেটিং অ্যাপকে নিষিদ্ধ করার জন্য সুপারিশ করতে পারত ছত্তিশগড় সরকার। তবে রাজ্য সরকার এই ধরনের কোনও সুপারিশ কেন্দ্রের কাছে পাঠায়নি। দেড় বছর ধরে এই অ্যাপ নিয়ে তদন্ত চলছে। আমরা ইডির থেকে সুপারিশ পেয়েছিলাম যাতে এই অ্যাপকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। তার ভিত্তিতেই পদক্ষেপ করা হয়েছে।'
উল্লেখ্য, মহাদেব বেটিং অ্যাপ নিয়ে দীর্ঘদিন ধরেই চর্চা চলছিল। এই অ্যাপের প্রোমোটার সৌরভ চন্দ্রাকরের বিলাসবহুল বিয়ে থেকে শুরু করে বলিউড তারকাদের যোগ চোখ কপালে তুলছিল। এরই মাঝে সম্প্রতি ইডির তরফে দাবি করা হয়, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলকে ৫০৮ কোটি টাকা দিয়েছিল মহাদেব বেটিং অ্যাপের প্রোমোটাররা। জানা গিয়েছে, এই মামলায় সম্প্রতি অসীম দাস এবং ভিম সিং যাদব নামক 𓃲দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। ইডি জানায়, বৃহস্পতিবার রায়পুরের এক হোটেল থেকে ৫.৩৯ কোটি নগদ উদ্ধার করে পুলিশ। জেরায় অসীম দাস বলে, বাঘেল নামক এক রাজনীতিবিদকে এই টাকা দিতে এসেছিল সে। এই টাকা নাকি দুবাই থেকে এসেছিল। গত তিন, চার মাসে এই নিয়ে ইডি চতুর্থ জনকে গ্রেফতার করল এই মামলায়। এখনও পর্যন্ত ৪৫০ কোটি টাকা উদ্ধার করেছে ইডি।
এদিকে এই মামলার সঙ্গে যুক্ত আরও এক ব্যক্তিকে কয়েকদিন আগে তলব করেছিল ইডি। তাঁর নাম শুভম সোনি। তবে তিনি হাজিরা দেননি। তবে ইমেল মারফত তিনি ইডিকে জানিয়েছিলেন, এই অ্যাপের কর্মকাণ্ড নির্বিঘ্নে চালিয়ে যেতে রাজনীতিবিদদের টাকা দেওয়া হত। সোনির থেকেই নাকি ইডি জানতে পারেဣ, ভূপেশ বাঘেলকে নিয়মিত টাকা দেওয়া হত মহাদেব অ্যাপের তরফ থেকে। ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীকে নাকি এখনও পর্যন্ত মোট ৫০৮ কোটি টাকဣা দেওয়া হয়েছে।