রাত পোহালেই মহারাষ্ট্রে ভোট। ভোট পর্বের আগে, এদিন বিজেপি নেতা বিনোদ তাওড়ের বিরুদ্ধে টাকা 🧔ছড়িয়ে ভোট কেনার অভিযোগ ওঠে। অভিযোগ তোলে বহুজন বিকাশ আঘাড়ি। সেই ঘটনা ঘিরে ভিরারে হোটেলের সামনে তুমুল বিক্ষোভ দেখায় সংগঠন। বিজেপি তাওড়ের পাশে দাঁড়িয়েছে। বিজেপির তরফে সুধাংশু ত্রিবেদীর দাবি, পার্টির মানহানি করতেই এমন উদ্যোগ বিরোধীদের। তিনি দাবি করেন, ঘটনা ‘অবাস্তব’, ‘অযৌক্তিক’।
বিজেপির আইন প্রণেতা এবং মুখপাত্র সুধাংশু ত🐎্রিবেদী গণমাধ্যমকর্মীদের 🍰বলেছেন যে একটি 'অবাস্তব এবং অযৌক্তিক অভিযোগ করা হয়েছে' এবং এটি বিরোধীদের 'হতাশা' এর বহিঃপ্রকাশ।
হিতেন্দ্র ঠাকুরের নেতৃত্বে বহুজন বিকাশ আঘ🦩াদি (বিভিএ) এর সদস্যরা ভিরার পূর্বের একটি হোটেলে ঢো🌳কে, যেখানে তাওদে বিজেপির নালাসোপাড়া আসনের প্রার্থী রাজন নায়েকের সাথে দেখা করছিলেন, অভিযোগ করে যে সেখানে অর্থ বিতরণ করা হচ্ছে।
( Shukra Gochar Lucky Rashi: একই মাসে শুক্রে☂র পর পর ২ গোচর আসন্ন! সিংহ সহ অনেকের ভাগ্য 😼ফুলে ফেঁপে উঠবে)
মহারাষ্ট্র পুলিশ পরে তাওদে এবং নায়েকের বিরুদ্ধে একটি প্রথম তথ্য প্রতিবেদন নথিভুক্ত 🎃করে।
তাওড়ে এই অভিযোগ অস্বীকার করেছেন এবং বলেছেন যে নির্বাচন কমিশনের নিরপেক্ষ তদন্ত ষড়যন্ত্রকে থামিয়ে দেবে। যদিও এদিন তাও়ের গাড়ি থেকে🍰 কিছু উদ্ধার হয়নি।
কংগ্রেস দাবি করেছে যে তাওড়ের কাছে থাকা অর্থ রাজ্যের ক্ষমতাসীন মহাযুতি সরকার দ্বারা ‘কেলেঙ্কারি থেকে নেওয়া হয়েছে’। দলের মুখপাত্র সুপ্রিয়া শ্রীনাতে বলেছেন, “তাঁকে (তাওড়ে) ভিরার পূর্বে পাওয়া গেছে। সেখানে তার কোনো ব্যবসা নেই। নিয়ম অনুযায়ী বাইরের কেউ ভোট দিতে যাবেন না। ৫ ꦗকোটি টাকা এবং প্রায় ১৫ কোটি টাকার এন্ট্রি আছে এমন একটি ডায়েরি নিয়ে সে হোটেলে কী করছিল?