আগামিকাল মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে 'পরীক্ষায়' বসতে বললেন মহারাষ্ট্রের রাজ্যপাল ভগ♛ৎ সিং কোশিয়ারি। তারইমধ্যে বিদ্রোহী শিবসেনা বিধায়ক একনাথ শিন্ডে জানিয়েছেন, আস্থাভোটের জন্য বৃহস্পতিবার মুম্বইয়ে থাকবেন।
মহারাষ্ট্রের বিধানসভার সচিব রাজেন্দ্র ভাগওয়াতকে পাঠানো চিঠিতে মহারাষ্ট্রের রাজ্যপাল দাবি করেছেন, সাতজন নির্দল প্রার্থীর ইমেল, বিরোধী দলনেতা দেবেন্দ্র ফড়ণবীসের চিঠি এবং সংবাদমাধ্যমের খবর থেকে মনে হচ্ছে যে বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছেন ♏উদ্ধব। সেই পরিস্থিতিতে বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমা❀ণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ অধিবেশন ডেকে আগামিকাল (বৃহস্পতিবার, ৩০ জুন) সকাল ১১ টায় হবে। বিকেল পাঁচটার মধ্যে সেই প্রক্রিয়া শেষ করার নির্দেশ দিয়েছেন কেশিয়ারি। পুরো আস্থাভোট-পর্বের ভিডিয়োগ্রাফি করতে হবে। সেইসঙ্গে বিদ্রোহী বিধায়কদের সুরক্ষা নিশ্চিত করতে বলেছেন রাজ্যপাল।
তারইমধ্যে আজ সকালে গুয়াহাটিতে কামাখ্যা মন্দিরে যান বিদ্রোহী বিধায়ক শিন্ডে। তারপর শিন্ডে বলেন, 'মহারাষ্ট্র এবং রাজ্যের মানুষের শান্তি এবং সমৃদ্ধির জন্য আমি মা কামাখ্যার দর্শন করেছি। বিধানসভার প্রয়োজনীয় প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওযার জন্য আগামিকাল মুম্বইয়ে পৌঁছে যাচ্ছি।' সূত্রের খবর, গুয়াহাটি থেকে ব🌼িজেপি-শাসিত রাজ্য গোয়ায় যাচ্ছেন বিদ্রোহী শিবসেনা বিধায়করা। গোয়ায় তাজ কনভেনশনে ৭১ টি ঘরের বুকিং করা হয়েছে বলে সূত্রের খবর।
উল্লেখ্য, গত আটদিন ধরে মহারাষ্ট্র রাজনৈতিক নাটকের মঙ্গলবার রাজ্যপাল কেশিয়ারির সঙ্গে দেখা করেন প্রধান বিরোধী দল বিজেপির প্রতিনিধিরা। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীকে যাতে বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে ব🍨লা হয়, সেই আর্জি জানান। মঙ্গলবার রাতের দিকে ফড়ণবীস জানান, রাজ্যপালকে চিঠি দিয়ে জানানো হয়েছে যে ৩৯ জন শিবসেনা বিধায়ক এনসিপি-কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে সরকারে থাকতে চান না।