ཧতৃণমূল এমপি মহুয়া মৈত্রর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছেন বিজেপি এমপি নিশিকান্ত দুবে। এরপর সেই অভিযোগ এথিক্স কমিটির কাছে পাঠিয়েছিলেন স্পিকার। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, এবার লোকসভার এথিক্স কমিটি বিজেপি এমপি নিশিকান্ত দুবে ও আইনজীবী জয় অনন্ত দেহাদরাইকে মৌখিকভাবে প্রমাণ দেওয়ার জন্য জানিয়েছে।
🃏অর্থের বিনিময়ে প্রশ্ন করার অভিযোগ উঠেছিল মহুয়া মৈত্রের বিরুদ্ধে। এনিয়ে ১৫ অক্টোবর অভিযোগ এসেছিল। এনিয়ে মৌখিকভাবে প্রমাণ দেওয়ার জন্য ডঃ নিশিকান্ত দুবেকে ডাকা হয়েছে। ২৬ অক্টোবর তাঁকে ডেকে পাঠানো হয়েছে।
কিন্তু মহুয়া মৈত্রের বিরুদ্ধে ঠিক কী অভিযোগ তুলেছেন নিশিকান্ত দুবে?
ไএমপি নিশিকান্ত দুবের দাবি ছিল, ঘুষ নিয়ে ব্যবসায়ী দর্শনে হীরানন্দানির হয়ে প্রশ্ন করতেন মহুয়া মৈত্র। আদানিকে কোণঠাসা করতে তিনি এই পথ নিয়েছিলেন। মহুয়া মৈত্র যে ৬১টি প্রশ্ন করেছেন তার মধ্যে ৫০টি প্রশ্ন ব্যবসায়ীর স্বার্থ রক্ষার জন্য করা হয়েছে। আদানি গ্রুপের বিরুদ্ধে থাকা ব্যবসায়ী গ্রুপ হীরানন্দানির স্বার্থ রক্ষার চেষ্টা করা হয়েছে। আমি সহ আরও এমপিরা ভাবতেন মহুয়া মৈত্রের নেতৃত্বে তৃণমূলের এই চিৎকার করা ব্রিগেড কেন এত সক্রিয়?| সরকারি নীতি নিয়ে আলোচনা হতেই তাঁরা রে রে করে ওঠেন।
⛄প্রসঙ্গত আইনজীবী জয় অনন্ত দেহাদরাই একসময় মহুয়ার বয়ফ্রেন্ড বলেই পরিচিত ছিলেন। একাধিক মিডিয়া রিপোর্টে তেমনটাই দাবি করা হয়েছে।
🌳তৃণমূল এমপি মহুয়া মৈত্র আগেই দাবি করেছিলেন, দুমুখো সঙ্ঘীরা ও ভুয়ো ডিগ্রিওলারা যদি ভাবেন আমায় চুপ করাবেন তবে বলছি সময় নষ্ট করবেন না। আপনাদের আইনজীবীদের ঠিকঠাক ব্যবহার করুন। আদানির বিরুদ্ধে তদন্ত শেষ করে আমার বিরুদ্ধে তদন্ত করুক সিবিআই। স্বাগত জানাচ্ছি।
ꦏমহুয়াকে সাসপেন্ড করার দাবিও তুলেছিলেন নিশিকান্ত। অন্যদিকে নিশিকান্তর বিরুদ্ধে পালটা জাল ডিগ্রি রাখার অভিযোগ তুলেছিলেন মহুয়া। তবে মহুয়ার বিরুদ্ধে ওঠা অভিযোগ যায় লোকসভার এথিক্স কমিটিতে। এরপরই এথিক্স কমিটি ডেকে পাঠিয়েছে নিশিকান্ত দুবেকে। সেক্ষেত্রে এবার নিশিকান্ত এথিক্স কমিটির কাছে কোন প্রমাণ হাজির করান তা নিয়ে প্রশ্নটা থেকেই গিয়েছে। তবে সামগ্রিক পরিস্থিতিতে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে তৃণমূল।