𒈔মহুয়া মৈত্রকে ঘিরে অস্বস্তি আরও বাড়ছে তৃণমূল শিবিরে। এবার তৃণমূল এমপি মহুয়া মৈত্রর বিরুদ্ধে বিজেপি এমপি নিশিকান্ত দুবে যে অভিযোগ এনেছিলেন তা সংসদের এথিক্স কমিটির কাছে পাঠিয়ে দিলেন স্পিকার। বিজেপির ওই সাংসদ অভিযোগ করেছিলেন, মহুয়া মৈত্র ব্যবসায়ী দর্শন হীরানন্দানির কাছ থেকে ঘুষ নিয়ে সাংসদ হিসাবে কোড অফ কন্ডাক্ট ভঙ্গ করেছেন।
🗹সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, লোকসভা স্পিকার ওম বিড়লা মহুয়া মৈত্রর বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখতে গোটা বিষয়টি এথিক্স কমিটির কাছে পাঠিয়েছেন।
♚এদিকে বিজেপি এমপি নিশিকান্ত দুবে আগেই অভিযোগ করেছিলেন, মহুয়ার বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখার জন্য তদন্ত কমিটি করা হোক। তবে এর পালটা দিয়েছেন মহুয়া নিজেই। তিনি জানিয়েছিলেন, আগে লোকসভার স্পিকার বিজেপি সাংসদের বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে তা খতিয়ে দেখুন। তারপর আমার বিরুদ্ধে যেকোনও তদন্তকে স্বাগত।
🌠প্রসঙ্গত বিজেপির সদস্য বিনোদ কুমার সোঙ্কার এই এথিক্স কমিটির মাথায় রয়েছেন। এদিকে মহুয়া মৈত্রকে সাসপেন্ড করার দাবিতে সরব নিশিকান্ত দুবে। তাঁর দাবি ঘুষ নিয়ে ব্যবসায়ী দর্শনে হীরানন্দানির হয়ে প্রশ্ন করতেন মহুয়া মৈত্র। আদানিকে কোণঠাসা করতে তিনি এই পথ নিয়েছিলেন।
☂এমপি নিশিকান্ত দুবের দাবি ছিল, মহুয়া মৈত্র যে ৬১টি প্রশ্ন করেছেন তার মধ্যে ৫০টি প্রশ্ন ওই ব্যবসায়ীর স্বার্থ রক্ষার জন্য করা হয়েছে। আদানি গ্রুপের বিরুদ্ধে থাকা ব্যবসায়ী গ্রুপ হীরানন্দানির স্বার্থ রক্ষার চেষ্টা করা হয়েছে। আমি সহ আরও এমপিরা ভাবতেন মহুয়া মৈত্রের নেতৃত্বে তৃণমূলের এই চিৎকার করা ব্রিগেড কেন এত সক্রিয়?| সরকারি নীতি নিয়ে আলোচনা হতেই তাঁরা রে রে করে ওঠেন।
ౠবিজেপি এমপির দাবি ছিল, লোকসভায় প্রশ্ন তোলার বিনিময়ে তিনি ব্যবসায়ীর কাছ থেকে টাকা নিয়েছেন। এটা হল মেকিভেলিয়ান মুখোশ।আগুনে সংসদ সদস্য তকমাটাও তিনি ভালোই উপভোগ করছেন।
♚তবে তৃণমূল এমপি মহুয়া মৈত্র আগেই দাবি করেছিলেন, দুমুখো সঙ্ঘীরা ও ভুয়ো ডিগ্রিওলারা যদি ভাবেন আমায় চুপ করাবেন তবে বলছি সময় নষ্ট করবেন না। আপনাদের আইনজীবীদের ঠিকঠাক ব্যবহার করুন। আদানির বিরুদ্ধে তদন্ত শেষ করে আমার বিরুদ্ধে তদন্ত করুক সিবিআই। স্বাগত জানাচ্ছি।
༒তবে এবার মহুয়ার বিরুদ্ধে ওঠা অভিযোগ গেল এথিক্স কমিটিতে।