আমূলকে বিশ্বের এক নম্বর ডেয়ারি কোম্পানি হত🦄ে হবে। GCMMF -কে টার্গেট বꩵেঁধে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারাই এই আমূল ডেয়ারি কোম্পানি চালায়। তাদের জন্য এবার বিরাট টার্গেট ঠিক করে দিলেন প্রধানমন্ত্রী। গুজরাট কো অপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন আমূল ব্রান্ডের অন্যতম উদ্যোক্তা। সেই সমবায়ের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন মোদী। সেখানেই তিনি লক্ষ্যমাত্রা ধার্য করে দেন।
প্রধানমন্ত্রী জানিয়েছেন, প্রতি বছরে আন্তর্জাতিক ক্ষেত্রে ডেয়ারির বৃদ্ধি হয় ২ শতাংশ। আ🍸র ভারতের ডেয়ারি সেক্টরে সেটাই বাড়ে ৬ শতাংশ 💃করে।
তিনি জানিয়েছেন, আমূল বিশ্বের অষ্টম বৃহত্তম ডেয়ারি কোম্পানি। এটাকে এক 🧸নম্বরে নিয়ে যেতেই হবে। সরকার সবরকম সাপোর্ট করবে। এটাই মোদীর গ্যারান্টি।&𝔉nbsp;
এদিকে গুজরাটের বিভিন্ন এলাকা থেকে সমবায়ের প্রতিনিধিরা এসেছিলেন। তিনি বলেন, স্বাধীনতার পরে নানা ধরনের ব্রান্ড এসেছিল। কিন্তু আমূলেরꦉ মতো কেউ হতে পারেনি।
সেই সঙ্গেই তিনি জানিয়েছেন, ভারতের ডেয়ারি সমবায়ের উন্নতিতে মহিলাদের যথেষ্ট অবদান রয়েছে। তিনি জানিয়েছেন ভারতের দুগ্ধ সমবায়ের ক෴্ষেত্রে মহিলাদের অবদানকে অস্বীকার করা যায় না। তাঁরাই 💜এই দুগ্ধ সমবায়ের মেরুদণ্ড।
এদিকে দেশের 🐲অন্যতম বড় ব্র্যান্ড হল আমূল। সেই আমূলকে বিশ্ব সেরা করার টার্গেট বেঁধে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এদিকে সূত্রের খবর, শ্রীলঙ্কাতেও পা রাখতে চলেছে আমূল। তবে সেটা অন্যভাবে। ন্যাশানাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ড ও গুজরাট কো অপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন যৌথভাবে শ্রীলঙ্কার ডেয়ারি সেক্টরকে বাঁচাতে এবার উদ্যোগী হয়েছে। এনিয়ে ভারত ও শ্রীলঙ্কার সরকারের মধ্য়ে চুক্তিও হয়েছে। এই নয়া উদ্যোগে ন্যাশানাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ড ও গুজরাট কো অপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন তাদের ৫১ শতাংশ অংশীদারি❀ত্ব থাকতে পারে বলে খবর।
এই যৌথ উদ্যোগে ভারত ও শ্রীলঙ্কা উভয়ের শেয়ার থাকবে। NBDD ,GCMMF তাদের ৫১ শতাংশ শেয়ার থাকবে। শ্রীলঙ্কার পক্ষে শেয়ার থাকব🌟ে ৪৯ শতাংশ।
GCMFF মূলত মার্কেটিং, ব্র্যান্ডিংয়ের ব্যাপারটি দেখবে। আর এন🔯ডিডিবি ডেয়ারি সেক্টরের উন্নতি, ♈সমবায়ের মাধ্যমে কীভাবে দুধ পাওয়া যায়, পশুখাদ্য ঠিকঠাক করে যোগান দেওয়া, পুষ্টিগুণ যাতে ঠিকঠাক থাকে সেটা নিশ্চিত করার উপর জোর দেওয়া হবে।