কিছুদিন আগেই ভারত সফরে আসেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। গত ১৯ থেকে ২১ অগস্ট পর্যন্ত তিনি ছিলেন ভারতে। এই সময়কালে নানান কূটনৈতিক ও রাজনৈতিক কর্মসূচির মাঝেই মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ঘিরে উঠে আসে এক অন্য মেজাজের দৃ𓆉শ্য। বলিউডের এক বিখ্যাত গান উঠে এল তাঁর কণ্ঠে। মুকেশের গাওয়া জনপ্রিয় ‘দোস্ত দোস্ত না রাহা’ সদ্য শোনা গিয়েছিল মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কণ্ঠে। সেই ভিডিয়ো হয়েছে ভাইরাল।
🦂দিল্লির তাজমহল হোটেলে এক আসরে গান গাইছিলেন মালয়েশিয়ার প্রাইম মিনিস্টার। ‘দ্য টাইমস ফ ইন্ডিয়া’র খবর অনুযায়ী, ৭৭ বছর বয়সী আনোয়ার ইব্রাহিম ভারতীয় ফিল্মের ভক্ত। আর সেই ফিল্মগুলির মধ্যে অন্যতম জনপ্রিয় ছবি ‘সঙ্গম’। রাজ কাপুর অভিনীত 'সঙ্গম' ছবিতে ‘দোস্ত দোস্ত না রাহা’ গানটি গেয়েছিলেন সঙ্গীত শিল্পী মুকেশ। আর মুকেশের গাওয়া সেই ‘দোস্ত দোস্ত না রাহা’ গানটি গাইলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। রিপোর্ট বলছে, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ভারতীর ছবির ফ্যান, শুধু তাই নয়। তিনি অভিনেতা শম্মি কাপুরেরও ভক্ত বলে জানা যায়। এদিকে, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সফর শেষের সময়টি উদযাপন করতে দিল্লির তাজ মহল হোটেলে আয়োজিত হয়েছিল এক তাবড় আসরের। সেখানে ছিল বাদ্যযন্ত্রও। আর বাদ্যযন্ত্র সহকারে তিনি গলা মেলালেন ‘দোস্ত দোস্ত না রাহা'র সুরে।
( Modi meets Zelensky in Ukraine: যুদ্ধের মাঝে ইউক্রেনে মোদ𓃲ী! জড়িয়🤪ে ধরলেন আবেগঘন জেলেনস্কিকে, কাঁধে রাখলেন হাত)
(এবার খবরে 'ডিম-পাফ' দুর্নীতি! ৫ বছরে স্ন্যাকসের জন্য কোটি টাকা খরচের অভ🎃িযোগ অন্ধ্রের প্রাক্তন জগন-সরকারের বিরুদ্ধে )