নীতি আয়োগের বৈঠক ছꦅেড়ে বেরিয়ে এসেছেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। তাঁর অভিযোগ যে তিনি বলছিলেন সেই 🐬সময় মাইক বন্ধ করে দেওয়া হয়েছিল। আর মমতার এই দাবি নিয়ে মুখ খুললেন কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরী।
সংবাদ সংস্থা এএনআইয়ের কাছে অধীর বলেন,' নীতি আয়োগের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় যে বলছেন তা পুরো মিথ্যে কথা। কারণ রাজ্যের কাউকে কিছুকে বলার সুযোগ দেবেন না এটা কেমন যেন তাজ্জব লাগছে। অপর কথা হল ওখানে কী কী হবে তা সব আগে থেকে ঠিক করে রেখেছিলেন মমতা। তিনি গেলেন, বললেন আর এরপর বেরিয়ে গেলেন আর বললেন আমায় বলতে দিল না, সব তিনি আগে থেকে ঠিক করে রেখেছিলেন। সব স্ক্রিপ্ট আগে থেকে ঠিক করে রেখেছিলেন। ওখানে গিয়ে কী কী করবেন সব আগে থেকে ঠিক করে রেখেছিলেন। আসলে রাহুল গান্ধী যেভাবে বিপক্ষের নেতা হয়ে উঠছেন , রাহুল গান্ধীর উপর সাধার🅺ণ মানুষ যেভাবে আস্থা রাখছেন তাতে হিংসা হচ্ছে । কারণ তিনি সবসময় ভাবেন যে তার উপরে কেউ হতে পারে না। গোটা দেশে রাহুলকে নিয়ে যে চর্চা হচ্ছে তাতে জ্বলন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের। '