জুতো কিনতে গিয়েও যে এমন বিপত্তি হতে পারে, তা আর কে জানত! নয়তো কি আর, সজ্ঞানে ৮০ হাজার টাকার জুতো কিনতেন মুম্বইয়ের এই ব্যক্তি? এতেই লাখ খানেক টাকার কাছে দাম জুতোর,তাতে আবার জুতোর সাইজে গোলমাল, আর সেই জুতো দেওয়া ♕যাচ্ছে না ফেরত! এমন জটিল পরিস্থিতিতে কত জনই বা⛎ পড়েছেন! মুম্বইয়ের এই ব্যক্তির বিপাকের কথা জানলে অবাক হবেন আপনিও!
ফ্রান্সের নামি সংস্থা 'লুই ভুতোঁ'র জুতে কিনেছিলেন মুম্বইয়ের কোলাবা নিবাসী ওই ব্যক্তি জাভেদ আজম। কিনেছিলেন দোকান থেকেই। এদিকে কিনে আনার পর দেখেন জুতোর ভিতর পা ঢোকালে পায়ের আঙুলে সামান্য চাপ লাগছে। ফলে ওই জুতো পরে চলা ফেরায় অস্বস্তি হচ্ছে। এরপর, আর চার পাঁচজন সাধারণের মতো জাভেদ আজমও 🐼জুতো তিন চারদিন পরে ফেরত দিতে গিয়েছিলেন দোকানে। দোকান সাফ জানিয়ে দেয়, জুতোর যা অবস্থা তাতে তা ফেরতযোগ্য নয়। আর তা ফের বিক্রিও করা যাবে না। ফলে জুতো ফেরত হবে না। এবার আসা যাক, আরও ঝটকা দেওয়া এক তথ্যে! ওই জুতোর দাম, ৮০,০০০ টাকা। এরপর এই জুতো নিয়ে ঘটে গেল আরও বড় কাণ্ড। জুতো কেন ওই দোকান ফেরত নেবে না? তার উত্তর জানতে ক্রেসা সুরক্ষা কোর্টের দ্বারস্থ হলেন মুম্বই নিবাসী ওই ব্য়ক্তি। ভারতে ‘লুই ভুতোঁ’র শাখা সংস্থার বিরুদ্ধে তিনি করে বসেন মামলা। সেই মামলা চলাকালীন পরতে পরতে উঠে আসে গোটা কাহিনি।
( 'সিভিল সার্ভিস দিয়ে নিযুক্ত অফিসররা অনেকেই🔜 ডাকাত', বক্তা কেন্দ্রীয় মন্ত্রী)
( ছুঁলেই ছ্যা▨ঁকা! আলফানসো বিক্রি হচ্ছে EMIতে, কীভাবে চিনে নেবেন এই আম? জান🍎ুন)
( শুধু শরীর ঠান্ডাই নয়, মৌরি-ম🌟িছরির জলে রয়েছে না❀নান গুণ! গরমে মিলবে বহু উপকার)
জানা গিয়েছে, ‘লুই ভুতোঁ’র দোকানে গিয়ে ওই ব্যক্তি তাড়াহুড়োয় জুতো কেনেন। কারণ তাঁকে সেদিন খুব শিগগির মুম্বই ছেড়ে বেঙ্গালুরু আসতে হচ্ছিল। এক সেলসম্যানের কথায় তিনি সেই দোকানে যান। জুতো কেনার সময়, পরে সেভাবে দেখেননি যে তিনি ওই জুতোতে স্বচ্ছ্বন্দ্য ব🦩োধ করছেন কি না। পরে বাড়ি এসে, জুতোটি পরে স্বস্তি বোধ না করায় গিয়েছিলেন জুতো ফেরত দিতে। আর সেই জুতো ফেরত নিতে অস্বীকার করে সংস্থার দোকান। ২০২১ সালের জানুয়ারিতে এই ঘটনা ঘটেছ𓆉ে। আপাতত, ক্রেতা সুরক্ষা কোর্ট দুই তরফের মধ্যে আপোশমূলক সমঝোতা করার বার্তা দিয়েছে।