আর চার পাঁচটা বিয়ের মতোই অন্ধ্রপ্রদেশের কৃষ্ণগিরির পেনুমাড়া গ্রামে চলছিল এই বিয়ের আসর। বর কনেকে ঘিরে বন্ধুরাও হইহইতে মেতে ছিলেন। সকলে মিলে স্টেজে বর ও কনেকে উপহার দিচ্ছিলেন বন্ধুরা। এমনই সময়ই এক যুবক স্টেজে হঠাৎই ঢলে পড়তে থাকেন। বাকিরা ছুটে আসেন। তাঁকে ধরে নেন। পরꦿে জানা যায়, বন্ধুর বিয়েতে আসা ওই যুবক হার্ট অ্যাটাকের জেরে মৃত্যুক কোলে ঢলে পড়েন।
বিগত বেশ কয়েক বছর ধরে কম বয়সী যুবক ও যুবতীদের মধ্যে হার্ট অ্যাটাকের প্রবণতা দেখা যাচ্ছে। অনেকেই হার্ট অ্যাটাকের জেরে মৃত্যুর কোলে ঢলে পড়ছেন অল্প বয়সেই। সেই উদ্বেগে ফের একবার উস্কানি দিল অন্ধ্রপ্রদেশের এই করুণ ঘটনা। বন্ধুর বিয়েতে গিয়ে যুবকের এই মৃত্যু গোটা বিয়ের আসরে শোকের ছায়া ফেলে। জানা গিয়েছে, অন্ধ্রপ্রদেশের ওই ঘটনায় মৃতের নাম ভামসি। পেশাগত দিক থেকে ভামসি বেঙ্গালুরুর অ্যামাজনে কর্মরত ছিলেন। এক ভিডিয়ো ক্লিপে ভামসির শেষ সময়ের অবস্থার ছবি দেখা যায়। ভিডিয়োয় দেখা যায়, ভামসি বন্ধুর বিয়েতে ছিলেন খোশ মেজাজে। সকলের সঙ্গে ভামসিও স্টেজে উঠে দিচ্ছিলেন উপহার। নব-বধূ ও বরের হাতে তাঁরা সকলে মিলে উপহার তুলে দিচ্ছিলেন। তখনই দেখা যায়, ধূসর রঙের শার্ট পরা ভামসি কেমন ভারসাম্য হারাতে থাকেন। তিনি স্টেজেই ঢলে পড়তে থাকেন। পরে তাঁকে অনেকে এসে ধরে ফেল꧒েন। তিনি তাঁদের কোলেই পড়ে যান। দেখা যায়, বাঁ দিকে তিনি ঢলে পড়ে যান। তাঁকে সেখান থেকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালেই তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।
( Mangal Vakri Lucky Zodiac signs: সেনাপতি মঙ্গল এবার বক্রী চালে হাঁটবেন! হঠাৎ সুখবর আসতে পার𝕴ে কাদের? লাকি ৩ রাশি)
হার্ট অ্যাটাকের উপসর্গ:-
হার্ট অ্যাটাক নিয়ে সতর্কতার জেরে অনেক কিছু নিয়ে আগাম সতর্ক থাকতে💜 বলে থাকেন বিশেষজ্ঞরা। তবে কোন কোন লক্ষণ দেখে বোঝা যাবে যে, হার্ট অ্যাটাক হতে পারে, তা দেখে নিন। বুকে ব্যথা হলেই সতর্ক থাকতে বলছেন চিকিৎসকরা। যদি ব্যথা, হাতে, পিঠে, ঘাড়ে, চোয়ালে, দাঁতে, পেটের উপরের অংশে ছড়িয়ে যায়, তাহলে সাবধান হোন। ঘাম আসতে পারে। গা হাতপা ঠান্ডা হতে পারে। ক্লান্তি আসতে পারে। বুক জ্বালা ও হজমের সমস্যা হতে পারে। হঠাৎ মাথা ঘোরা হলেও সতর্ক থাকতে হবে। এছাড়াও গা গোলানো শ্বাসকষ্ট নিয়েও সতর্ক থাকার কথা চꦗিকিৎসকরা বলছেন।